টিএসএন ডেস্ক,২৮ এপ্রিল।।
প্রথম ডিভিশনের সুপার ফোরের লড়াই শুরু মঙ্গলবার থেকে। দুদিন ব্যাপী ম্যাচের উদ্বোধনী খেলায় শতদল সংঘ মুখোমুখি হবে ও পি সি-র। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের খেতাব নির্ণায়ক ম্যাচে ও পি সি-কে বিধ্বস্ত করেছিলো শতদল সংঘ। এবার বদলা নেওয়ার পালা। তা মাথায় রেখেই মাঠে নামবে শুভম ঘোষ-রা। প্রথম ডিভিশনের কার্যত ফাইনালে পরাজিত হওয়ার পর অভিযোগের আঙ্গুল উঠেছিলো শুভম ঘোষ-দের উপর। এ নিয়ে সকলেই তেঁতে রয়েছেন। ও পি সি-র প্রতিটি ক্রিকেটারই চাইছেন ওই সব অভিযোগের পাল্টা জবাব দিতে। আর এর জন্য বেছে নিয়েছেন মাঠকে। সকলেই চাইছেন নিজেদের সেরা খেলাটা নিংড়ে দিয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিতে। এদিকে ২ মে কসমোপলিটন ক্লাব খেলবে পোলস্টার ক্লাবের বিরুদ্ধে। সোমবার দুদলই শেষ প্রস্তুতি সেরে নেয়। কাগজে-কলমে বিশ্বজিৎ পালের শতদল সংঘ দল কিছুটা এগিয়ে থাকলেও শুভম ঘোষের ও পি সি -র ক্রিকেটাররা কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে বদ্ধপরিকর। দু দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়।
#Tripura #Cricket #A-division #Super #four #TSN
Tripura Cricket: মঙ্গলবার প্রথম ডিভিশনের সুপার ফোরে শতদলের মুখোমুখি ওপিসি।
