টিএসএন ডেস্ক,২৮ এপ্রিল।।
মুষলধারে বৃষ্টির জন্য পরিত্যক্ত হলো কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচ। মঙ্গলবার রিজার্ভ ডে-তে পুনরায় হবে ওই চারটি ম্যাচ। তবে সোমবার প্রায় সারাদিন ধরে বৃষ্টির ফলে মাঠের যে বেহাল অবস্থা হয়ে গেছে তাতে মঙ্গলবার ম্যাচ হবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা আশাবাদী ম্যাচ পুনরায় হওয়া নিয়ে। রাজ্য অনুর্ধ্ব-১৫ ক্রিকেটে। সোমবার আসরের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য খোয়াই- শান্তিরবাজার, উদয়পুর- সদর‘বি’ র ম্যাচে একটি বলও হয়নি। বিলোনিয়ার বিদ্যাপীঠ মাঠে সদর ‘এ’ এবং লংতরাইভ্যালি ম্যাচটি মাঝপথে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সদর ‘এ’র বোলারদের সাঁরাশি আক্রমণের মুখে লংতরাইভ্যালি মহকুমা মাত্র আটানব্বই রান করতে সক্ষম হয়েছিল। দলের পক্ষে পূর্ণেন্দ্র ত্রিপুরা ২১ এবং রাজ তামাং ১৬ রান করে। সদর ‘এ’র চন্দ্রশান্ত গোস্বামী ১২ রানের তিনটি, অনস ভাটনগর ১৩ রানে এবং সন্দীপন দাস ৩৯ রানের দুটি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সদর ‘এ’ ৭.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান করার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। শেষ পর্যন্ত আর খেলা চালানো সম্ভব হয়নি। এদিকে শান্তির বাজারের বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অপর ম্যাচে সোনামুড়া মহকুমাকে চেপে ধরেছিল কমলপুর মহকুমা। প্রান্তিক শীলের বিধ্বংসী বোলিংয়ে। প্রথমে ব্যাট করে সোনামুড়া মহকুমা ১২১ রান করেছিল। দলের পক্ষে প্রীতম দেবনাথ ৩২ এবং মোঃ আরফান উদ্দিন ২৮ রান করেছিল। কমলপুরের প্রান্তিক শীল ২৮ রানের ছয়টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে কমলপুর মহকুমা তিন ওভারে নয় রান করে করার পর শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা চালানো সম্ভব হয়নি।
#Tripura #Junior #Cricket#TSN
Tripura Cricket: ছোটদের রাজ্য ক্রিকেটে ভিলেন বৃষ্টি।পরিত্যক্ত কোয়ার্টার ফাইনালে চারটি ম্যাচই।
