টিএসএন ডেস্ক, ২৭ এপ্রিল।।
সেমিফাইনালে যাওয়ার লড়াই।রাজ্য অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে সোমবার। ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে খোয়াই মহকুমা খেলবে শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে, বিলোনিয়ার বিদ্যাপীঠ মাঠে সদর ‘ এ ‘ খেলবে লংতরাইভ্যালি মহকুমার বিরুদ্ধে, শান্তিরবাজারের বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে কমলপুর মহকুমা খেলবে সোনামুড়া মহকুমার বিরুদ্ধে এবং কৈলাসহরের বিদ্যানগর মিনি স্টেডিয়ামে উদয়পুর মহকুমা খেলবে সদর ‘ বি ‘ মহকুমার বিরুদ্ধে। ৮ দলই রবিবার খেলা স্থানে পৌঁছে গেছে। এবং বিকেলে শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসেবে মাঠে নামবে খোয়াই মহকুমা, সদর ‘ এ ‘ , সোনামুড়া মহকুমা এবং উদয়পুর মহকুমা। কাগজে-কলমে ওই চার দল শক্তিশালী হলেও বাকি চার দল কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে বদ্ধপরিকর। ৮ দলের কোচই সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র পেতে আত্মবিশ্বাসী। ফলে ২২ গজে লড়াই হবে জমজমাট তা বলা বাহুল্য। সবচেয়ে বেশি জমজমাট ম্যাচ হওয়ার কথা কৈলাসহরের বিদ্যানগর মিনি স্টেডিয়ামে। ওই মাঠে শক্তিশালী উদয়পুর মহকুমাকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে বদ্ধপরিকর সদর ‘ বি ‘র ক্রিকেটাররা।
#Tripura #cricket #under -#tsn
Tripura Cricket: রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেট: সোমে ৪ টি কো’ফাইনাল
