টিএসএন ডেস্ক, ২৩ এপ্রিল।।
প্রত্যাশিতভাবে অপরাজিত চ্যাম্পিয়ন হলো পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। ৯ রাউন্ডে সাড়ে ৮ পয়েন্ট পেয়ে। প্রথমবর্ষ স্মার্ট গার্ল ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায়। পাঁচ দিনব্যাপী আসর মঙ্গলবার শেষ হয় এন এস আর সি সি-র দাবা হল ঘরে। আসরে ৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে অঙ্কিতা সরকার। ৭ পয়েন্ট পেয়ে তৃতীয় সুমেধা রায়, সাড়ে ছয় পয়েন্টে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করে অদ্রিজা দেবনাথ এবং অকান্তিকা সরকার। প্রথম পনের স্থান পর্যন্ত দাবাড়ুদের আর্থিক পুরস্কার দেওয়া হয়। এছাড়া অনূর্ধ্ব ১৮০০ রেটিং বিভাগে অদ্রিজা সাহা, আরাধ্যা চৌধুরী, শিখা দাশগুপ্ত, অনূর্ধ্ব ১৬০০ রেটিং বিভাগে শুভস্মিতা দাস, অর্পিতাংশী ভট্টাচার্য, নাভ্যিয়া দে, অনূর্ধ্ব ১৫ বিভাগে অস্মিতা দাস, রীতিমা কর, স্মিতা সিনহা, অনূর্ধ্ব ১৩ বিভাগে অয়ন্তিকা দেব, মৌলি ভট্টাচার্য, অভিয়াঙ্কা দাস মজুমদার, অনূর্ধ্ব ১১ বিভাগে নিলাক্সী দেবনাথ,শিবাদ্রিতা দেবনাথ, সৃজিতা দাস, অনুর্ধ্ব ৭ বিভাগে তৃষিতা কামারপু, ভার্গভী ধর, সমৃদ্ধি রায়, অনূর্ধ্ব পাঁচ বিভাগে অধিকশ্রী কর্মকার এবং সিনহায়ানা কুমারী প্রথম তিনটি স্থান দখল করে। এদিন দুপুরে হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক সংস্থার চেয়ারম্যান রতন সাহা, পশ্চিম জেলা দাবা সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্ট অনুপম ভট্টাচার্য এবং অফিস সচিব প্রীয়ব্রত ভট্টাচার্য। রাজ্য সংস্থার পক্ষ থেকে দুই গর্ব দাবাড়ু আর্শিয়া দাস এবং আরাধ্যা দাসকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়। ত্রিপুরার দাবাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সংস্থার কর্তাদের পরামর্শ দেন রতন সাহা। অত্যন্ত দক্ষতার সঙ্গে আসর পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। আর্থিক সহযোগিতা পাওয়ায় রাজ্য সংস্থার সভাপতি সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন আর্শিয়ার বাবা পূর্ণেন্দু দাস।
#Tripura #Chess #Aradhya #das #tsn
Tripura Chess: প্রত্যাশিত ভাবেই স্মার্ট গার্ল দাবায় চ্যাম্পিয়ন আরাধ্যা।
