IPL News: আইপিএলে ম্যাচ না খেলা ক্রিকেটারকে ব্যাট উপহার কোহলির

IMG 20250421 WA0002

টিএসএন ডেস্ক,২১ এপ্রিল।।
      আইপিএলে একটিও ম্যাচ না খেলা ক্রিকেটারকে ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলির। রবিবার রয়েল চ্যালেঞ্জ বেঙ্গালুরু ও পাঞ্জাবের ম্যাচের পর কোহলি তাঁর ব্যাট হাতে তুলে দিয়েছেন এক জুনিয়র ক্রিকেটারকে। তাঁর নাম মুশির খান। তিনি ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ছোট ভাই। মুশির বরাবর বিরাট কোহলির ভক্ত। এবার আইপিএলের মেগা নিলামে মুশির খানকে ৩০ লক্ষ টাকায় কিনেছে পাঞ্জাব। কিন্তু এখনো মুশির খেলানোর জায়গা পায় নি তার দল।
   মুশির খান বিরাট কোহলির কাছ থেকে ব্যাট পেয়ে খুবই আপ্লুত। তার জন্য সমাজ মাধ্যমের মুশির কোটি কোটি ধন্যবাদ জানিয়েছেন কোহলিকে।

#indian #cricket #IPL #RCB #Virat #Koholi #tsn।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *