টিএসএন ডেস্ক,১৫ এপ্রিল।।
১৪৩২- র বর্ষ বরণের সঙ্গে সঙ্গে রাজ্যের সংবাদ জগতে আত্ম প্রকাশ করলো আরো একটি ব্যতিক্রমী সংবাদ মাধ্যমের। শুধু মাএ থাকবে রাজ্য ও দেশ – বিদেশের খেলাধুলোর খবরের সমাহার। রাজ্যের সংবাদ জগতের মানচিত্রে শুধুমাত্র ক্রীড়া ক্ষেত্রের একাঙ্ক সংবাদ মাধ্যমের আত্ম প্রকাশ এই প্রথম। নতুন এই ব্যতিক্রমী সংবাদ মাধ্যমের নাম www.tripurasportsnews.com।বর্ষবরণের রাতে এই স্পোর্টস ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়। সঙ্গে ছিলেন www.tripurasportsnews.com – র মুখ্য সম্পাদক অভিজিত ঘোষ ও বার্তা সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য্য। tripurasportsnews.com এর সম্পাদকের দায়িত্বে রয়েছেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কিরীটি দত্ত। এই সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত আছেন রাজ্যের দুই লিজেন্ড খেলোয়াড়। তারা উভয়েই এই স্পোর্টস ওয়েব পোর্টালের “অতিথি সম্পাদক”।তাদের একজন রাজীব ঘোষ। তিনি রাজ্য ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক। টানা পাঁচবার সন্তোষ ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন। অপর জন রাজীব দত্ত।তিনি রাজ্য রঞ্জি দলের( ক্রিকেট) প্রাক্তন অধিনায়ক। রাজীব দত্তের নেতৃত্বেই রঞ্জি ট্রফিতে ত্রিপুরা প্রথম বার জয় পেয়ে ইতিহাস রচনা করেছিলো।
এই স্পোর্টস ওয়েব পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধনের সঙ্গে সঙ্গেই প্রচুর পাঠক আমাদের সংবাদ ভবনে ফোন করে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।তাদের বক্তব্য, রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে অনেক অনিয়ম, অনাচার শুরু হয়েছে। এই ধরনের অনিয়ম, কেলেঙ্কারি ত্রিপুরা স্পোর্টস নিউজ তুলে ধরার জন্য পাঠকরা অনুরোধ জানিয়েছেন। আমরাও তাদেরকে কথা দিয়েছি। খবরের সাদা – কালো উভয় পিঠ আমরা তুলে ধরবো। যেখানেই অনিয়ম থাকবে,সেখানেই পৌঁছে যাবে ত্রিপুরা স্পোর্টস নিউজ- র সাহসী প্রতিনিধিরা।#tripura#sports #media #tripurasportsnews.com #tsn
#tripura#sports #media #tripurasportsnews.com #tsn