টিএসএন ডেস্ক, ১৪ এপ্রিল।।
প্রথম জয় পেলো মৌচাক ক্লাব। নিজেদের চতুর্থ ম্যাচ খেলে। রবিবার মৌচাক ক্লাব ২৫ রানে পরাজিত করে চলমান সংঘকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ মেমোরিয়াল স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে মৌচাক ক্লাবের গড়া ১৭৫ রানের জবাবে চলমান সংঘ ১৫০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে সেকান্দার কুমার ব্যাটে বলে দাপট দেখিয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে মৌচাক ক্লাব ৪০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান করে। দলের পক্ষে রবিশঙ্কর মুড়া সিং ৪৬ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৮, সিদ্ধার্থ দেবনাথ ৫৭ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২, সমীর দেববর্মা ৩৯ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২৮, সিকান্দার কুমার ৩৮ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং দেবাংশু দত্ত ২০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। চলমান সংঘের পক্ষে লক্ষণ পাল ১৭ রানে এবং দেবপ্রসাদ সিনহা ৫৫ রানে চারটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে চলমান সংঘ ১৫০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ধৃতিমান নন্দী ৭২ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৯, বিশু রাজ ৬১ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, সাহেল দেববর্মা ২৬ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্য ১৮ এবং সম্রাট সিনহা ১৩ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। মৌচাক ক্লাবের পক্ষে সিকান্দার কুমার ১৪ রানের চারটি এবং রাহুল মুড়া সিং ৪২ রানে তিনটি উইকেট দখল করেন।
#Tripura #tca #A -division #Cricket #tsn
Tripura Cricket: প্রথম ডিভিশন ক্রিকেটে মৌচাকের প্রথম জয়।

One thought on “Tripura Cricket: প্রথম ডিভিশন ক্রিকেটে মৌচাকের প্রথম জয়।”