টিএসএন ডেস্ক, ১০ এপ্রিল।।
উদ্বোধনী দিনে আজ হবে ছয়টি ম্যাচ। রাজ্য অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে। ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে কৈলাসহর মহকুমা খেলবে কমলপুর মহকুমার বিরুদ্ধে, কৈলাসহরের বিদ্যানগর ক্রিকেট স্টেডিয়ামে লংতরাইভ্যালি খেলবে ধর্মনগর মহকুমার বিরুদ্ধে, উদয়পুরের জামজুরি মাঠে সদর ‘এ’ খেলবে সোনামুড়া মহকুমার বিরুদ্ধে, নর্থ বিলোনিয়া মাঠে মোহনপুর খেলবে বিশালগড় মহকুমার বিরুদ্ধে, বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে সদর ‘বি’ খেলবে জিরানিয়া মহকুমার বিরুদ্ধে এবং তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে আমবাসা মহকুমা খেলবে খোয়াই মহকুমার বিরুদ্ধে। সবকটি দলই বৃহস্পতিবার খেলার স্থানে পৌঁছে গেছে। এদিন বিকেলে এক প্রস্থ অনুশীলন ও সেরে নেয় ১২ দল। আজ ফেভারিট হিসেবেই মাঠে নামবে সদর ‘বি’, কৈলাসহর, খোয়াই, ধর্মনগর ,সদর ‘এ’ এবং বিশালগড় মহকুমা। তবে বাকি ৬ দল কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত বলে জানা গেছে।
Tripura Cricket: কাল থেকে শুরু হবে রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেট ।
