টিএসএন ডেস্ক,৮ এপ্রিল।।
হরি শর্মা স্মৃতি বর্ষসেরা ফুটবলার পুরস্কার চালু হতে যাচ্ছে। উদ্যোক্তা উমাকান্ত কোচিং সেন্টার। প্রতিভাবান ফুটবলারদের জন্য নিঃসন্দেহে এটি একটি দারুন খবর। উমাকান্ত কোচিং সেন্টারের প্রাক্তন ফুটবলার, কোচ ও সভাপতি প্রয়াত হরি শর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উমাকান্ত কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রতি বছর হরি শর্মা স্মৃতি বর্ষসেরা ফুটবলার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলতঃ আগরতলায় আয়োজিত তৃতীয় ডিভিশন লীগ ফুটবলে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সেরা ফুটবলারকে এই পুরস্কার প্রদান করা হবে প্রতিবছর। ২০২৪ সালের তৃতীয় ডিভিশন লীগ ফুটবলে সেরা ফুটবলার হিসেবে ঐকতান যুব সংস্থার প্রয়ান দত্ত প্রথমবারের মতো সেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছে। আগামীকাল (বুধবার) বিকেল পাঁচটায় বীরেন্দ্র ক্লাবের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াণ দত্তের হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হবে। তরুণ ফুটবলারদের উৎসাহ প্রদানের এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সকল ক্রীড়া প্রেমীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে উমাকান্ত কোচিং সেন্টারের পক্ষ থেকে সম্পাদক দীপঙ্কর দাস এক বিবৃতিতে আমন্ত্রণ জানিয়েছেন।