স্পোর্টস ডেস্ক, ২০ মার্চ।।
জোরহাট যাচ্ছে ত্রিপুরার সাঁতারুরা। বিশেষ করে অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ১৮ বয়স বিভাগের ১০ সদস্য বিশিষ্ট মহিলা সাঁতারুকে নিয়ে গঠিত রাজ্য দল। দুইজন কোচ-কাম-ম্যানেজার সহ ১২ সদস্য বিশিষ্ট ত্রিপুরা টিম আজ, বৃহস্পতিবার বিকেলে রেলপথে আসামের জোরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। খেলো ইন্ডিয়া জুনিয়র মহিলা সাঁতার প্রতিযোগিতা সিরিজ ২০২৪ এর দ্বিতীয় রাউন্ডের চ্যাম্পিয়নশিপ ২২ মার্চ থেকে আসামের জোরহাটে শুরু হচ্ছে। দুদিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ২৩ মার্চ পর্যন্ত। সম্প্রতি খেলো ইন্ডিয়া সাই সেন্টার অফ এক্সিলেন্স আয়োজিত অস্মিতা খেলো ইন্ডিয়া সাঁতার ও জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এর থেকেই বাছাইকৃত সাঁতারুদের নিয়ে রাজ্য দল হিসেবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছে। অনূর্ধ্ব ১৫ বালিকা বিভাগে রাজ্য দল হলো: নিশা সিনহা, পূর্ণিমা দাস, রাখি নোয়াতিয়া, সরমিতা ত্রিপুরা, অস্মিতা দেবনাথ, পারমিলা মলসুম। অনূর্ধ্ব ১৮ বালিকা বিভাগের রাজ্য দল হলো: বিউটি সূত্রধর, গীতা দেবনাথ, শাকিরা আক্তার ও রিয়া দেবনাথ। রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দফতরের অধিকর্তা সত্যব্রত নাথ বুধবারে রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন। কোচ-কাম-ম্যানেজার হিসেবে দলের সঙ্গে রয়েছেন বিনীত বি এবং সুমিতা চক্রবর্তী। উল্লেখ্য, রাজ্য দল আগামীকাল জোরহাটে পৌঁছুবে। খেলো ইন্ডিয়া সাই সেন্টার অফ এক্সিলেন্স এর ডিরেক্টর সূর্যকান্ত পাল রেল স্টেশনে উপস্থিত থেকে খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং খেলো ইন্ডিয়া জাতীয় আসরে রাজ্য দল সাফল্য অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন।
Swimming News: সুইমিং পুলে শক্তি দেখাতে জোরহাটের উদ্দেশ্যে রাজ্য মহিলা সাঁতারুদের।
