টিএসএন ডেস্ক১৫ ডিসেম্বর।।
গ্রুপের শেষের দলের বিরুদ্ধে মঙ্গলবার মরশুমের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে ত্রিপুরা। এম বি বি স্টেডিয়ামে হবে চার দিনের ওই ম্যাচটি। তাতে স্বাগতিক ত্রিপুরার বিরুদ্ধে খেলবে বিহার। অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। আসরে চার ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৩ এবং বিহারের পয়েন্ট ১। ফলে শক্তির বিচারে ঘরের মাঠে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে ত্রিপুরা। মরশুমের প্রথম ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ইনিংসে লিড নেওয়ার পর পরের তিন ম্যাচে লেজে গোবরে হতে হয়েছিল রাজ্য দলকে। শেষ তিন ম্যাচ ে ইনিংসে হেরেছিল ত্রিপুরা। দলীয় ক্রিকেটাররা চাইছেন শেষ ম্যাচে জয় দিয়েই আসর শেষ করতে। তবে ঘরের মাঠে শেষ ম্যাচে যদি ত্রিপুরা পরাজিত হয় তাহলে প্লেটে নেমে যাবে রাজ্য দল। মাথায় রেখেই মাঠে নামতে হবে ত্রিপুরা দলের ক্রিকেটারদের। সোমবার দু- দলের ক্রিকেটাররাই শেষ প্রস্তুতি সেরে নেয়। শেষ ম্যাচে ভালো ফলাফল করা নিয়ে যথেষ্ট আশাবাদী ত্রিপুরা দলের ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্টও দলীয় ক্রিকেটারদের তাতিয়ে রাখার চেষ্টা করে চলছেন বলে জানা গেছে। সকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়াকে কাজে লাগাতে আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে।
Tripura Cricket: কোচ বিহার ট্রফিতে মরশুমের শেষ ম্যাচ খেলবে ত্রিপুরা। প্রতিপক্ষ বিহার।

