India- South Africa Test Series: আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সুবিধা জনক জায়গাতে ভারত।

Screenshot 2025 11 22 23 19 46 24 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক, ২২ নভেম্বর।।
           ইডেনে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খানিকটা সুবিধা জনক জায়গাতে  ভারত। টিম ইন্ডিয়াকে  দ্বিতীয় টেস্টে নেতৃত্ব  দিচ্ছেন দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ । ঘাড়ের ব্যথার কারণে ভারতের টেস্ট দলের মূল অধিনায়ক শুভমান গিলকে মাঠের বাইরে। তাই নেতৃত্বের দায়িত্ব বর্তেছে পন্থের উপর।
      শনিবার দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার  অধিনায়ক টেম্বা বাভুমা। শুরুটা বেশ ভালো করেছে দক্ষিণ আফ্রিকা। ওপেনিংয়ে এইডেন মার্করাম (৩৮) ও রিয়ান রিকেলটন (৩৫) রানের ইনিংস খেলেন। ওপেনিং জুটিতে ৮২ রানের পার্টনারশিপ করেন উভয়ে। ভারতের বোলারদের মধ্যে প্রথম সাফল্য পান বুমরাহ। তিনি তুলে নেন দক্ষিণ আফ্রিকার গোড়াপত্তনকারী ব্যটার  মার্করামকে। এরপর  কুলদীপ যাদবের স্পিনের ভেলকিতে উইকেট দেন দক্ষিণ আফ্রিকার অপর ওপেনার রিকেলটন।দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করতে নামেন ট্রিস্টান স্টাবস।তিনি ১১২ বলে ৪৯ রান করে সাজঘরে ফিরে যান কুলদীপের বলে।তবে প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার স্টাবসই।দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাবুমার ব্যাট চালিয়ে খেলে  ৯২ বলে ৪১ রান করেন ।৫৯ বলে ২৮ রান করেছেন  টনি ডি জর্জি। ১৮ বলে ১৩ রান করেন মুলডার। দিনের শেষে আপাতত ক্রিজে রয়েছেন সেনুরান মুথুস্বামী (২৫) ও কাইল ভেরিনি (১)। মন্দ আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে গুয়াহাটির বাইশ গজে বল পড়েছে মাত্র ৮১ ওভার পাঁচ বল।প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে উঠেছে ২৪৭রান। বিনিময়ে তারা হারিয়েছে  ছয় উইকেট। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে সর্বাধিক  তিনটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব, তাছাড়া একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র যাদেজা, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।


One thought on “India- South Africa Test Series: আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সুবিধা জনক জায়গাতে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *