Ranji Trophy: ত্রিপুরার রানের চাপে আসাম। লড়ছে ফলোয়ন বাঁচাতে।

IMG 20251104 WA0052

টিএসএন ডেস্ক, আগরতলা ।।
          ত্রিপুরার গড়া পাহাড় সমান রানের নিচে চাপা পড়তে চলেছে আসাম। বড় কোনও অঘটন না ঘটলে ম্যাচের তৃতীয় দিনে সোমবার ফলোয়নে পড়বে সফররত দল। এবং মরশুমে প্রথম জয়েরও স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ত্রিপুরা। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত রঞ্জি ট্রফি ক্রিকেটে। ত্রিপুরার প্রথম ইনিংসে গড়া ৬০২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে আসাম ৪ উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান করে। ত্রিপুরা এগিয়ে রয়েছে ৫৩৫ রানে । হনুমা বিহারীর পর ত্রিপুরার অপর পেশাদার ক্রিকেটার বিজয় শংকর শতরান করেছেন। এছাড়া অর্ধশত রান করেন রানা দত্ত এবং মনি শংকর মুড়া সিং। প্রথম দিনের ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে খেলতে নেমে রবিবার দলীয় আরও ১৩ রান যোগ করার পর প্যাভেলিয়নে ফেরেন বিহারী। আউট হওয়ার আগে ২২৮ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫৬ রান করেন। এর পর রানা দত্তর সঙ্গে রুখে দাঁড়ান বিজয় শংকর। সেট হতেই বিজয় কিছুটা দ্রুত রান তোলার দিকে নজর দেন। পঞ্চম উইকেটে দুজন ১৭০ বল খেলে ১২৫ রান যোগ করেন। রানা ৯৮ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন। রানা আউট হতেই মাঠে নেমে দ্রুত রান তোলার দিকে নজর দেন দলনায়ক মনি শংকর। এই জুটি ৮৭ বল খেলে ৮৭ রান যোগ করেন। বিজয় ১৪৩ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫০ রানে অপরাজিত থেকে যান। মনি শংকর ৫৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন। ত্রিপুরা ১৪৩ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৬০২ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন। আসামের পক্ষে দর্শন রাজবংশী ৮৩ রানে ৩ টি এবং আয়ুষ্মান মালাকার ১০৬ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাঁড়াশি আক্রমণে শুরু থেকেই চাপে পরে যায় সফররত দল। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে আসাম ২৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান করে।দলের পক্ষে প্রদ্যুন সাইকিয়া ৫৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। ত্রিপুরার পক্ষে অভিজিৎ সরকার ১০ রানে ২ টি উইকেট দখল করেন। আজ সকালে ত্রিপুরার বোলারদের লক্ষ্য থাকবে দ্রুত আসামের ইনিংস গুটিয়ে দেওয়া।


One thought on “Ranji Trophy: ত্রিপুরার রানের চাপে আসাম। লড়ছে ফলোয়ন বাঁচাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *