টিএসএন ডেস্ক, ৪ নভেম্বর ।।
এড়ানো হলো ইনিংস পরাজয়। বুধবার ম্যাচের শেষ দিনে পরাজয়ের রুখতে লড়বে ত্রিপুরা। কতটুকু পারবে তার সময় বলবে। অরিন্দম বর্মন এবং আনন্দ ভৌমিকের দায়িত্বশীল ব্যাটিং ত্রিপুরাকে ঘরের মাঠে ইনিংস পরাজয় এড়াতে বড় ভূমিকা নিয়েছেন। তবে দিনের শেষ বেলায় অরিন্দমকে হারিয়ে এখন অনেকটাই চাপে রাজ্য দল। দেখার শেষ দিনে কতটা লড়াই ছুঁড়ে দিতে পারেন ক্রিকেটাররা। দ্বিতীয় দিন শেষেই পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিলো ত্রিপুরার। দেখার ছিল ইনিংস পরাজয় এড়াতে পারে কি না ঘরের মাঠে। মঙ্গলবার সপ্তজিৎ দাসের পাশাপাশি আনন্দ এবং অরিন্দম দুরন্ত ব্যাটিং করে ঘরের মাঠে লজ্জাজনক ইনিংস পরাজয় থেকে ত্রিপুরাকে রক্ষা করেছেন। অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে তৃতীয় দিনের শেষে আপাতত ত্রিপুরা ১৭ রানে এগিয়ে আছে। সফররত দলের ৪৫৪ রানের জবাবে ত্রিপুরার প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিলো মাত্র ১৩৯ রানে। ফলোঅনে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা পাঁচ উইকেট হারিয়ে ৩৩২ রান করে। রাজ্য দলের পক্ষে অরিন্দম বর্মন শতরান করেন। এছাড়া শতরানের দোরগোড়ায় রয়েছেন আনন্দ ভৌমিক। দ্বিতীয় দিনের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১১ রান নিয়ে খেলতে নেমে এদিন দলীয় ৪৮ রানের মধ্যে ত্রিপুরা হারায় আরমান হোসেন (১১), দ্বীপজয় দেব (১৮) এবং দুর্লভ রায়কে (৮)। চাপের মুখে ওই অবস্থায় সপ্তজিৎ দাসের সঙ্গে রুখে দাঁড়ান আনন্দ ভৌমিক। শুরু হয় পাল্টা প্রতিরোধ। চতুর্থ উইকেটে ওই দুটি ১৩০ বল খেলে ১০১ রান যোগ করেন। সপ্তজিৎ ৭৩ বল খেলে দশটি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করেন। এরপর পঞ্চম উইকেটে আনন্দের সঙ্গে রুখে দাঁড়ান দিনের নায়ক অরিন্দম বর্মন। অরিন্দম সেট হতে দ্রুত রান তোলার দিকে নজর দেন। করেন দুরন্ত শতরান। কিন্তু দিনের শেষ বেলায় নিজের উইকেটটি হারিয়ে চাপে ফেলে দেন ত্রিপুরাকে। আউট হওয়ার আগে পঞ্চম উইকেটে ওই জুটি ২৬৯ বল খেলে ১৭৭ রান যোগ করেন। অরিন্দম ১৩৫ বল খেলে ১১ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৪ রান করেন। শেষ পর্যন্ত তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৯৪ ওভার ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ৩৩২ রান করে। আনন্দ ২২৬ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৮৫ রানে এবং দলনায়ক সন্দীপ সরকার কুড়ি বল খেলে দুই রানে অপরাজিত রয়েছেন। সফরত দলের পক্ষে রাঠোর চন্দ্ররাজ ৭৩ রানের চারটি উইকেট দখল করেন। বুধবার সকালে দুই অপরাজিত ব্যাটসম্যান যদি উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেন তাহলে ম্যাচ জমতে পারে। নতুবা পুরো পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হবে ত্রিপুরাকে।
Tripura Cricket: সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইনিংস পরাজয় এড়িয়ে মান রক্ষা ত্রিপুরার।


Anyone tried jiliccc? Heard some whispers about it. Worth checking out or just another wanna-be? Share your thoughts, peeps! I’m curious! Explore more: jiliccc