টিএসএন ডেস্ক, ৫ অক্টোবর।।
শনিবার ১৯ শে পা দিয়েছিলেন ত্রিপুরা দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান দীপঙ্কর ভাটনগর। মরশুম শুরু হওয়ার আগে ক্রিকেটারদের উৎসাহিত করতে শনিবার রাতে ঘটা করে পালন করা হয় দীপঙ্করের জন্মদিন। জানা গেছে টিম ম্যানেজমেন্ট থেকেই ওই উদ্যোগ নেওয়া হয়েছিলো। মূলত ক্রিকেটারদের মনোবল আরও বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে। রবিবার সকালে দেশের রাজধানীর দিল্লিতে শেষ প্রস্তুতি সেরে নেন দেবাংশু দত্ত – রা। এদিন মূলত ফিল্ডিং এর উপর জোর দেন ত্রিপুরা দলের কোচ অমিতাভ বিলাসকার। প্রায় দু’ঘণ্টা এদিন অনুশীলন হয়। সোমবার দেরাদুন যাবেন রাকেশ রুদ্র পাল-রা। ৯ অক্টোবর থেকে দেরাদুনে শুরু হবে জাতীয় অনূর্ধ্ব ১৯ ভিনু মানকড় ট্রফি এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা। আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। অভিমুন্য ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এবছর আসরে শক্তিশালী গ্রুপে রয়েছে ত্রিপুরা। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে হিমাচল প্রদেশ, হায়দরাবাদ, কর্ণাটক, ছত্তিশগড় এবং চন্ডিগড়। ১১ অক্টোবর হায়দরাবাদ, ১৩ অক্টোবর কর্ণাটক, ১৫ অক্টোবর ছত্তিশগড় এবং ১৭ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন দেবাংশু দত্ত। ত্রিপুরা দলে রয়েছেন দেবাংশু দত্ত ( অধিনায়ক ), রাকেশ রুদ্র পাল ( সহ অধিনায়ক), সিদ্ধার্ত দেবনাথ, অর্কজিৎ পাল, দীপঙ্কর ভাটনগর, অর্পজিত সাহা, মোহাম্মদ মাহিন চৌধুরী, আয়ুষ-অনিল দেবনাথ, সাগর সূত্রধর, অভ্রজিত দাস, দেবজ্যোতি পাল, পৃথ্বীরাজ গোপ, আরিফ মিয়া, দ্বীপ দেব, শুভজিৎ সঞ্জীব দাস, রিয়াদ হোসেন, রাহুল বর্মন, এবং অভিক পাল। দলের হেড কোচ অমিতাভ বিলাস্কর, সহকারি কোচ রাসুদেব দত্ত, ট্রেনার বাপি বিশ্বাস, ফিজিও সোহাগ চন্দ্র সাহা, ভিডিও এনালাইসিস শুভেন্দু ভট্টাচার্য, ম্যানেজার নাজমুল হোসেন এবং লজিস্টিক ম্যানেজার সুরজিৎ সরকার ।
Tripura Cricket: ভিনু মানকড় ট্রফির শেষ প্রস্তুতি সারলো ত্রিপুরা।

