Indian Football: ভারতীয় ফুটবলের মরা গাঙ্গে জল আনলেন খালিদ। ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে তৃতীয় ভারত।

IMG 20250909 000604

টিএসএন ডেস্ক,৯ সেপ্টেম্বর।।
        সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবল দলের  ম্যাচ মানেই হতাশার জীর্ণ ছবি।  অবশেষে গুরু খালিদ জামিলের প্রশিক্ষণে  কিছুটা আলো বিচ্ছুরণ দেখা গেল ভারতীয় ফুটবলে। কাফা নেশনস কাপের তৃতীয় স্থান দখল করলো ভারত। নির্ণায়ক  ম্যাচে ওমানকে হারিয়ে চমক দিল খালিদের ছেলেরা। ওমান ফিফা ব়্যাঙ্কিংয়ে  ভারত থেকে ৫৪ ধাপ এগিয়ে।

img 20250909 0006433704071458037218778

রুদ্ধশ্বাস ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে ভারত। ১-০ গোলে এগিয়ে গিয়ে ওমান আক্রমণের ঝড় তুলছিল ভারতীয় বক্সের সামনে। যখন সবাই ধরেই নিয়েছিল ফের বিষাদগ্রস্থ হয়েই মাঠ ছাড়তে হবে ভারতীয়দের, ঠিক তখনই পাল্টা কাউন্টার অ্যাটাকে ওমানের রক্ষণ ভাগের ফুটবলারদের চমকে দিয়ে ম্যাচের সমতা ফেরান উদান্তা সিংহ। তখন ম্যাচের ফলাফল হয় ১-১। নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়েও খেলা হয়। কিন্তু ভারতীয় রক্ষণ ভাগকে টলাতে পারেনি ওমান। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে শক্তিশালী ওমানকে ৩-২ গোলে পরাজিত করে ভারত।

screenshot 2025 09 09 00 13 53 90 680d03679600f7af0b4c700c6b270fe77935824851141264305
।।কোচ খালিদ জামিল।।

প্রসঙ্গত, ১৩ বছর পরে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন এক দেশীয় কোচ। ঘরোয়া ফুটবলে বেশ পরিচিত ও সফল নাম খালিদ জামিল। তিনি দায়িত্ব নেওয়ার পর ভারতীয় দল প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টেই এক অভাবনীয় সাফল্য পেল। ফিফা ক্রমতালিকায় তাদের চেয়ে অনেক এগিয়ে থাকা দু’টি দলকে হারিয়ে কাফা  নেশনস কাপের তৃতীয় সেরা দলের খেতাব জিতে নিল ভারত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *