Football: ২০২৬- র ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো পেলের দেশ ব্রাজিল।

IMG 20250906 195850

টিএসএন ডেস্ক ,৬ সেপ্টেম্বর।।
                    ২০২৬- র ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো ব্রাজিল। চিলিকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্ব ফুটবলের মেগা আসরের টিকিট নিশ্চিত করেছে ফুটবল সম্রাট পেলের দেশ। তবে ব্রাজিলের এই জয় ছিলো প্রত্যাশিত। অন্যদিকে হতাশ করেছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তারা স্লোভাকিয়ার বিরুদ্ধে হেরে যায়। ২-০ গোলে জয় ছিনিয়ে নেয় স্লোভাকিয়া।১৯৩৪ সাল থেকে বিশ্বকাপ কোয়ালিফায়ার্স খেলা জার্মানির এটাই প্রথম অ্যাওয়ে ম্যাচে পরাজয়। বুলগেরিয়ারর বিরুদ্ধে মাঠে একচ্ছত্র আধিপত্য নিয়ে জয় পায় স্পেন। বুলগেরিয়ার জালে পর পর তিন বার স্পেনের আক্রমণ ভাগের ফুটবলাররা বল জড়িয়ে দেয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *