টিএসএন ডেস্ক, ৯ আগস্ট।।
সুব্রত মুখার্জি কাপ রাজ্যভিত্তিক স্কুল ফুটবলের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে
শনিবার।। ছেলেদের অনূর্ধ্ব ১৫ এবং ১৭ বয়স গ্রুপে তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবলের আসর শুক্রবার থেকে শুরু হয়েছে। সিপাহিজলা জেলার জম্পুইজলাতে অনূর্ধ্ব ১৭ এবং উনকোটি জেলার কৈলাশহরে অনূর্ধ্ব ১৫ এস এম কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এদিন।
জম্পুইজল সুধন্ব দেববর্মা মেমোরিয়াল স্কুলের সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডে বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের পর সিপাহীজলা জেলা ও গোমতী জেলা দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপাহিজলা জেলা পরিষদের জিলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিধায়ক বিশ্বজিৎ কলই, মানব দেববর্মা এবং গোমতি জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকর্তা সমীর দেববর্মা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জম্পুইজলা আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা। একইভাবে কৈলাশহরের বেলকুম বাড়ি স্কুলের সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডে ছেলেদের অনূর্ধ্ব ১৫ রাজ্যভিত্তিক এস এম কাপ স্কুল ফুটবলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, উনকোটি জেলা পরিষদের জিলা সভাধিপতি অমলেন্দু দাস ও ক্রীড়া অধিকর্তা এল ডার্লং সহ প্রশাসনিক বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানেও শনিবার চূড়ান্ত পর্যায়ের খেলা গুলো অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ২ থেকে ১১ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ছেলেদের অনূর্ধ্ব ১৫ সাব জুনিয়র এবং ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর নয়া দিল্লিতে ছেলেদের অনূর্ধ্ব ১৭ জুনিয়র জাতীয় এস এম কাপ স্কুল ফুটবলে রাজ্য থেকে চ্যাম্পিয়ন দুটো দল অংশগ্রহণ করবে।
Tripura Football: এসএম কাপ: আজ স্কুল ফুটবলের দুই গ্রুপের ফাইনাল।
