টিএসএন ডেস্ক,৯ আগস্ট।
স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত ভলিবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১১ আগস্ট থেকে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আগরতলা পুর নিগম থেকে শুরু করে পশ্চিম জেলা এবং স্টেট লেভেল স্কুল স্পোর্টস মিটের সূচি অনুযায়ী অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের ব্লক স্তরের ভলিবলের সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট মধুবন কাঠালতলী স্কুল মাঠে। এদিকে অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা উভয় বিভাগের কাবাডি সিলেকশন অনুষ্ঠিত হবে মধুবন কাঠাল তলি দ্বাদশ শ্রেণী স্কুল গ্রাউন্ডে। আগরতলা পুর নিগম ভিত্তিক ভলিবল প্রতিযোগিতা হবে ১২ আগস্ট এডি নগর গ্রাউন্ডে। পাশাপাশি কাবাডি প্রতিযোগিতা হবে এনএসআরসিসি-তে। মহকুমা ভিত্তিক ভলিবল প্রতিযোগিতা ও সিলেকশন ট্রায়াল ১৩ আগস্টে হবে এডি নগর গ্রাউন্ডে। বিকেলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এনএসআরসিসি-তে। একইভাবে জেলা স্তরের প্রতিযোগিতা হবে ১৪ই আগস্ট যথাক্রমে এডি নগর গ্রাউন্ডে এবং এনএসআরসিসি-তে। উল্লেখ্য, প্রতিটি প্রতিযোগিতায় প্রতিটি ইউনিট থেকে ১০ জন করে খেলোয়ার অংশ নেবে। বলা বাহুল্য আগামী ২০ থেকে ২২ আগস্ট গোমতী জেলায় ভলিবল টুর্নামেন্ট এবং উত্তর ত্রিপুরা জেলায় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে ক্রীড়া সূচিতে উল্লেখ রয়েছে।
Tripura Sports: আগামী ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে স্কুল স্পোর্টস বোর্ডের ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট।
