টিএসএন ডেস্ক,৮ আগস্ট।।
থাইল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে এশিয়া কাপের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল। ফিফার র্যাঙ্কিংয়ে ভারত থেকে থাইল্যান্ড অনেক উপরে। তবে থাইল্যান্ডকে হারিয়ে তার সম্মানও হাতেনাতে পেয়েছে ভারতীয় মহিলা ফুটবলাররা। একধাপে ফিফার র ্যাঙ্কিংয়ের ৭ ধাপ উপরে উঠে এসেছে ভারতীয় দল। এশিয়া কাপের আগে ভারতের মহিলা ফুটবল দলের ফিফার র্যাঙ্কিং ছিলো ৭০। এখন তা কমে হয়েছে ৬৩।
ভারতীয় মহিলা ফুটবলাররা বড় জয় দিয়ে শুরু করেছিল এশিয়া কাপের যোগ্যতা অর্জনের জার্নি। প্রথম ম্যাচে ভারত ১৩-০ গোলে পরাজিত করে মঙ্গোলিয়াকে। দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৪-০ গোলে উড়িয়ে দেয়। ইরাককে জব্দ ৫-০ গোলে। এবং থাইল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ ছিল কার্যত ফাইনাল। থাইল্যান্ডের বিরুদ্ধেও জয় সুনিশ্চিত করে এশিয়া কাপের টিকিট অর্জন করে ভারতের নীল বাঘিনীরা। আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলবেন সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যাণরা।
Indian Women Football: শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপের যোগ্যতা অর্জন করল ভারতের বাঘিনীরা।
