টিএসএন ডেস্ক,৩১ জুলাই।।
দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগ করলো টাউন ক্লাব। ফরোয়ার্ডের পর এবার লাল বাহাদুর ব্যামাগারের পয়েন্ট ভাগ করলো সুজিত ঘোষের ছেলেরা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্ট্রেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত দু দলের ম্যাচটি শেষ হয় গোল শূন্যভাবে। তেমন আহামরি খেলতে পারেননি দু দলের ফুটবলাররাই। এ দিন পয়েন্ট ভাগ করায় চাপে পড়ে গেল লাল হলুদ দল লাল বাহাদুর বেয়ামাগার। প্রথম ম্যাচে পরাজয়ের পর এদিনের পয়েন্ট ভাগ চাপে রাখল সমরজিত দেববর্মার দলকে। আসরে প্রথম জয়ের লক্ষ্যে দুজনের ফুটবলারাই এদিন শুরু থেকে কিছুটা আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন। কিন্তু মাঝমাঠ তেমনভাবে দখল করতে পারেননি দু দলের ফুটবলাররা। এখানে পিছিয়ে পড়ে দু দল। নিজেদের রক্ষণভাগ জমাটি রেখে আক্রমণে যাওয়ার ছক কসেছিলেন দু দলের কোচ। ফলে কাউন্টার অ্যাটাকের উপরে নির্ভর ছিল দু দল। কিন্তু বিপক্ষের রক্ষণভাগে কোন দলই চিড় ধরাতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় অমীমাংসিত হবে। খেলা পরিচালনা করেন সত্যজিত দেবরায়।
Tripura Football: ফরোয়ার্ডের পর টাউন ক্লাবের জালে আটকে গেলো লাল বাহাদুর
