টিএসএন ডেস্ক,৩০ জুলাই।।
পিছিয়ে পড়লো রামকৃষ্ণ ক্লাব। টানা দুই ম্যাচে পরাজিত হয়ে। প্রথম ম্যাচে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর বুধবার কল্যাণ সমিতির বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হলো রামনগর ৩ এর ওই ক্লাবটি। অপরদিকে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগ করার পর এই দিনের দুরন্ত জয় কল্যাণ সমিতির ফুটবলারদের মনোবল কয়েকগুণ বাড়িয়ে দিল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যামসুন্দর কোন জুয়েলার্স প্রথম ডিভিশন লিগ ফুটবলে। এদিন সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে দুরন্ত জয় তুলে নেয় আবু তাহেরের কল্যাণ সমিতি দল। ফলাফল ৪-১। তবে এদিন যদি কল্যাণ সমিতি আরও বড় ব্যবধানে জয় পেত তাহলে অবাক হওয়ার কিছু ছিল না। বিপক্ষের জাল চারবার নাড়ালেও কম করে আরও তিনবার জাল নাড়াতে পারতেন সুরজ সিং- রা। ম্যাচের শুরু থেকেই এদের পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন শহর দক্ষিণের ওই ক্লাবের ফুটবলাররা। দক্ষতা এবং শক্তিতে দুদল সম শক্তি সম্পন্ন থাকলেও গতিতে এগিয়ে যায় কল্যাণ সমিতি। বিজয়ী দলের পক্ষে জিদান সিং, সুবা, এস ডি সিং এবং সুরজ সিং গোল করেন। খেলার ইনজুরি টাইমে রামকৃষ্ণ ক্লাবের পক্ষে সান্তনার গোল করেন এস এন মাইতি। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।