টিএসএন ডেস্ক, ২৯ জুলাই।।
দ্বিতীয় ম্যাচেও গোলের বন্যায় ভাঁসলো ত্রিপুরা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২৭ গোল হজম করার পর মঙ্গলবার বিহারের বিরুদ্ধে ১৯ গোল হজম করলো রাজ্য দল। দুই ম্যাচ খেলে ৪৬টি গোল হজম করলো ত্রিপুরা। তামিলনাড়ুতে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র হকি প্রতিযোগিতায়। সোমবার ভোর পাঁচটায় ওই রাজ্যে পৌঁছানোর পর সকাল ৯ টায় উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামে ত্রিপুরা। দীর্ঘ সড়কপথ অতিক্রম করে ওই রাজ্যে পৌঁছানোর পরে খেলতে নামতে বাধ্য হওয়ায় ত্রিপুরার খেলোয়াড়দের ক্লান্ত শরীরগুলো যেনও চলছিলো না। ফলে হজম করতে হয়েছিলো ২৭ টি গোল প্রথম ম্যাচে। এছাড়া ত্রিপুরার খেলোয়ারদের সামনে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল ওই রাজ্যের অ্যাস্টো টার্ফ মাঠ। ওই সব মাঠে খেলে অবস্থা নয় ত্রিপুরার সাব জুনিয়র খেলোয়াররা। যার খেসারত দিতে হয়েছে রাজ্যকে। কারণ দল গঠনের পর অনুশীলন করার সুযোগই পায়নি ত্রিপুরা দলের খেলোয়াররা। এদিকে মঙ্গলবার বিহারের বিরুদ্ধে কিছুটা লড়াই করলে হজম করতে হয়েছে ১৯ টি গোল। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে মিজোরামের বিরুদ্ধে। এদিকে জলন্ধরে জাতীয় জুনিয়র হকি প্রতিযোগিতা শুরু ১২ আগস্ট থেকে। ৮ আগস্ট রওয়ানা হবে ত্রিপুরা দল। সংস্থার কর্তাদের উচিত জলন্ধরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ত্রিপুরা দলে নির্বাচিত খেলোয়ারদের বাধারঘাটের অ্যাস্টোটার্ফ মাঠে অনুশীলন করার সুযোগ করে দেওয়া। নতুবা সাব জুনিয়র বিভাগের মতোই জুনিয়র আসরেও মুখ থুবড়ে পড়তে হতে পারে ত্রিপুরাকে। তাই রাজ্য সংস্থার কর্তাদের উচিত এ ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়া। প্রসঙ্গত: ২০০৯ সালের পর এবার ত্রিপুরার সাবজুনিয়র হকি দল জাতীয় আসরে খেলতে গেলো।
Tripura Hockey: জাতীয় সাব জুনিয়র হকিতে দুই ম্যাচে ত্রিপুরার জালে ৪৬ গোল।
