টিএসএন ডেস্ক,২৯ জুলাই।।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ দুর্বল আন্দামান ও নিকোবর। মধ্যপ্রদেশ অনুষ্ঠিত ডক্টর বি সি রায় ট্রফি ফুটবল প্রতিযোগিতায়। ‘ এ ‘ গ্রুপে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করে ফেলেছে উত্তর প্রদেশ। আজ ত্রিপুরা জয় পেলে এই গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করবে। গ্রুপ থেকে একটি দল পরের রাউন্ডে খেলার ছাড়পত্র অর্জন করবে। ফলে ত্রিপুরার সম্ভাবনা নেই বললেই চলে। আজ সকাল ৯ টায় ওই রাজ্যের রেঞ্জার্স মাঠে হবে ম্যাচটি। মুষলধারে বৃষ্টির জন্য মঙ্গলবার অনুশীলন করতে পারেনি ত্রিপুরার ফুটবলাররা। মধ্যপ্রদেশ থেকে টেলিফোনে এ খবর জানান ত্রিপুরার কোচ অনিমেষ দেব। ত্রিপুরা দুই ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেলেও আন্দামান সম সংখ্যক ম্যাচ খেলে জয়ের মুখ দেখতে পারেনি। আজ ফেভারিট হিসেবে মাঠে নামবে ত্রিপুরা। ফুটবলাররা যাতে কোনও রকম আত্মতুষ্টিতে না ভোগে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন কোচ। ফুটবলারদের সতর্ক করছেন বারবার। জয় পেয়েই যেনও দল রাজ্যে ফিরতে পারে এটাই বুঝাচ্ছেন ফুটবলারদের ত্রিপুরার কোচ।
Tripura Football: বিসি রায় ট্রফি: ত্রিপুরার লক্ষ্য আন্দামান বধ।
