Tripura Cricket: উদীয়ানের শতরান। সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে ফাইনালে সোনামুড়া।

IMG 20250523 WA0000 8

টিএসএন ডেস্ক,২৪ জুলাই।।
       ফাইনালে উঠলো শক্তিশালী সোনামুড়া মহকুমা। কাঞ্চনপুরকে বিধ্বস্ত করে। সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোনামুড়া মহকুমা ১৪৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে কাঞ্চনপুর মহকুমাকে। ব্যাটে বলে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নেয় সোনামুড়া মহকুমা। এদিন ব্যাটট হাতে ২২ গজে দীর্ঘদিন পর জ্বলে উঠেছিলেন মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত উদিয়ান বসু। করেন ঝলমলে শতরান। এছাড়া বল হাতে বিধ্বংসী ছিলেন অমরেশ দাস । এদিন সকালে টসে জয়লাভ করে কাঞ্চনপুরের অধিনায়ক প্রথমে সোনামুড়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরুতে চাপে থাকলেও শেষ পর্যন্ত সোনামুড়া মহকুমা ২৫৮ রান করে। দলকে লড়াই করার মতো স্কোরে নিয়ে যেতে মুখ্য ভূমিকা নেন অধিনায়ক উদিয়ান বসু। বিপক্ষের বোলারদের এক প্রকার তুলোধ্বনী করে শতরান করেন উদিয়ান। উদিয়ান ৭৩ বল খেলে ছয়টি বাউন্ডারি ও দশটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৪ রান করেন। এছাড়া দলের পক্ষে অরিন্দম বর্মন ২০ বল খেলে একটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২, প্রণব দাস ৩০ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭, অমরেশ দাস ১৩ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫, রায়হান আহমেদ আরমান ৪৭ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। কাঞ্চনপুরের পক্ষে দ্বীপায়ন নাথ ৬২ রানে তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় কাঞ্চনপুর মহকুমা। একসময় ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে দল ছিলো খাদের কিনারায়। ওই জায়গা থেকে উঠে দাঁড়াতে পারেনি দল। দলের পক্ষে অনুকূল নাথ ৪৫ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩৬ এবং মিথিন চাকমা ৩৭ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৩ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে সর্বাধিক পায় ৩৬ রান। সোনামুড়া মহকুমার পক্ষে অমরেশ দাস ১৯ রানে চারটি এবং বিকাশ মজুমদার ২৩ রানে তিনটি উইকেট দখল করেন। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ধর্মনগর মহকুমা খেলবে জিরানীয়া মহকুমার বিরুদ্ধে। ২৮ জুলাই হবে ফাইনাল ম্যাচটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *