Tripura Hockey: সাব জুনিয়র হকিতে অংশ নেবে ত্রিপুরা। ঘোষিত রাজ্য দল।

IMG 20250712 103000 2

টিএসএন ডেস্ক,২৪ জুলাই।।
                বাছাই করা হলো ত্রিপুরা দল। জাতীয় সাব জুনিয়র হকি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। বুধবার পুলিশ হকি মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী শিবির। ওই শিবির থেকে ১৮ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করা হয়। ঘোষিত দলে রয়েছে জিৎ ভদ্র, রণদীপ শুক্ল দাস, রিজন ভুঁইয়া, শাহীন হোসেন, গৌরব দাস, জয়রুদ্র পাল, অভিজিৎ চৌধুরী, সম্রাট সাহা, পিন্টু দাস, অনুপম শুক্ল দাস, শিবপদ জমাতিয়া, আদিত্য বিশ্বাস, মিচেল ত্রিপুরা, হৃদয় দেবনাথ, অর্ঘ্যদীপ হালদার, পিটার জমাতিয়া, উদয় ঘোষ এবং খাসরাম জয় ত্রিপুরা। হকি ত্রিপুরা সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় রাজ্য দল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *