টিএসএন ডেস্ক,২৪ জুলাই।।
ব্যাপক সাড়া। প্রথম বর্ষ রাজ্য আন্ত: স্কুল ফিডে রেটিং দলগত দাবা প্রতিযোগিতায়। দুদিন ব্যাপী আসর শুরু হবে ২৬ জুলাই। এন এস আর সি সি-র দাবা হল ঘরে। ঐদিন সকাল দশটায় হবে আসরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এবং পদ্মশ্রী ড:দীপা কর্মকার সহ বেশ কয়েকজনকে। প্রথম বর্ষ ওই আসরে আপাতত সারা রাজ্য থেকে ৪৫ টি দল আসরে অংশ নেওয়ার জন্য এন্ট্রি জমা দিয়েছে। যা ত্রিপুরার দাবার ইতিহাসে নজীর বলা চলে। আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য দাবা সংস্থার অফিস বাড়িতে গুরুত্বপূর্ণ সভা হয়। রাজ্য সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিকের সভাপতিত্বে। আসরকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় তা নিয়ে হয় বিস্তারিত আলোচনা। শেষে রাজ্য সংস্থার সভাপতি বলেন, প্রথম বর্ষ আসরকে স্মরণীয় করে তুলতে আমরা আপ্রাণ চেষ্টা করে চলছি। ত্রিপুরার দাবার ইতিহাসে একটি নতুন মাইলস্টোন তৈরি হতে চলছে। বিশ্বাস করি এবারের আসরের পর থেকে ত্রিপুরা ওই খেলার জনপ্রিয়তা আরও বাড়বে। ২৭ জুলাই বিকেল তিনটায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার। এবারের আসরে অংশ নেওয়া প্রত্যেক দাবাড়ুকে দেওয়া হবে রাজ্য সংস্থার পক্ষ থেকে মেডেল। এছাড়া থাকবে সেরা তিন স্কুলকে সুদৃশ্য ট্রফি। থাকছে বোর্ড প্রাইজও। আসর সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে বিভিন্ন কমিটিও গঠন করা হয়ে গেছে। গেলও এপ্রিল মাসে রাজ্য দাবা সংস্থার নতুন কমিটি গঠিত হওয়ার পর ত্রিপুরার দাবাকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েই শুরু হয়েছিল বিভিন্ন আলোচনা। এরই পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবর্ষ ওই আসর। রাজ্য দাবা সংস্থার সচিব মিঠু দেবনাথ বিশ্বাস করেন, সকলের সহযোগিতায় এবারের আসর ত্রিপুরার দাবাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আগামী দিনেও বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে রাজ্যের দাবাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে। চাই সকলের সহযোগিতা। তাহলেই যে স্বপ্ন নিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম তা বাস্তবে পরিণত হবে।
Tripura Chess: প্রথম বর্ষ রাজ্য আন্ত: স্কুল দাবা শুরু ২৬শে।
