টিএসএন ডেস্ক,২২ জুলাই।।
আজ রাখাল শিল্ডের মহারণ । খেতাবি দখলের লড়াই মুখোমুখি হবে ফরোয়ার্ড ক্লাব এবং ব্ল্যাড মাউথ ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শীল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতায়। ঐদিন সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই ম্যাচের জন্য বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন দিকপাল ফুটবলার গৌতম সরকার। তিনি ইতিমধ্যেই আগরতলায় এসে পৌঁছেছেন।
এদিকে মরশুমের প্রথম খেতাব ঘরে তুলতে প্রস্তুতি সেরে নিয়েছে ব্লাড – ফরোয়ার্ড।ফাইনালে কোন্ দল এগিয়ে থাকবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শক্তির বিচারে ফরোয়ার্ড ক্লাব কিছুটা হলেও এগিয়ে থাকবে। তবে ব্লাড মাউথের লড়াকু ফুটবলাররা শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। দুদলের ফুটবলাররাই সোমবার শেষ প্রস্তুতি সেরে নিয়েছে।দুই কোচই খেতাব জয় করা নিয়ে যথেষ্ট আশাবাদী। তবে ব্লাড মাউথ কোচ কর্ণেন্দু দেববর্মাকে লক্ষ্য রাখতে হবে ফরোয়ার্ড কোচ রোজের দিকে। কারণ রোজের তীক্ষ্ণ বুদ্ধি ম্যাচে বাজিমাত করতে পারে বলে ফুটবলমহল মনে করছেন।
Tripura football: আজ রাখাল শিল্ডের ফাইনাল, রাজ্যে দিকপাল ফুটবলার গৌতম।
