Tripura Cricket: প্রথম বারের মতো রাজ্যে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৮ ক্রিকেট। আজ কোচ – ম্যানেজারের  রিপোর্টিং ।

IMG 20250523 003358 3

টিএসএন ডেস্ক, ১৭ জুলাই।।
       সংহতি ক্লাবকে নেতৃত্ব দেবে অংশুমান নন্দী। ডেপুটি হিসেবে থাকবে মাহির্ণব লস্কর। প্রথম বর্ষ রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে। ১৮ জুলাই থেকে আসর শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য আপাতত আসর কিছুদিন পিছিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছর আসরে অংশ নিয়েছে ১৪টি ক্লাব। প্রতিটি ক্লাবের ক্রিকেটার, কোচ এবং ম্যানেজার আজ সকালের রিপোর্ট করবেন এম বি বি স্টেডিয়াম। সংহতি ক্লাবের ক্রিকেটারদের প্রশিক্ষণ দিচ্ছেন প্রতীক বিশ্বাস এবং বিজয় বিশ্বাস। প্রগতি প্লে সেন্টারের এক ঝাঁক তরুণ ব্রিগেড নিয়ে প্রথম বর্ষ আসরে দল গড়েছে সংহতি ক্লাব। প্রগতি বিদ্যাভবন মাঠে চলছে দলের অনুশীলন। প্রথম বর্ষ আসরে সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী দলের কোচ। এ বছর সংহতির জার্সি গায়ে দিয়ে মাঠে নামবে স্নেহাল দত্ত, আকাশ রায়, ঋদ্ধিমান দাস, সুমন যাদব, আর্চিত ভৌমিক, নীল দেববর্মা, উদিত্ত দেব, আমন মিঁয়া, যশ দেববর্মা, শ্রেষ্ঠাংশু দেব, রাহুল মিঁয়া, অনিকেশ বিশ্বাস, মাহির্ণব লস্কর (সহ অধিনায়ক), তন্ময় সরকার, অংশুমান নন্দী (অধিনায়ক), তন্ময় সরকার, বিক্রম দেবনাথ এবং সোরজ সোম।‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *