টিএসএন ডেস্ক,১৬ জুলাই।
সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে ব্লাড মাউথ এবং টাউন ক্লাব। সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাডলাইটে হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘নীলজ্যোতি’ রাখাল শিল্ড নকআউট ফুটবল আসরে। দু দলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আসরের ইতিমধ্যে প্রথম ম্যাচ খেলে টাউন ক্লাব নিজেদের ভুল ত্রুটিগুলো অনেকটা দেখে নিয়েছে। অপরদিকে আজ আসরে প্রথম ম্যাচ খেলবে ব্লাড মাউথ ক্লাব। সদ্য জম্পুইজলায় অনুষ্ঠিত চারদলীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে ব্লাড মাউথ ক্লাবের ফুটবলারদের মনোবল অনেকটা বেড়ে গেছে। এ বছর যথেষ্ট শক্তিশালী দল গড়েছে কমলা কালো দল ব্লাড মাউথ। এলাকাবাসী আবার আশায় বুক বেঁধেছেন সাফল্যের জন্য। ফুটবলার রাও দৃঢ়প্রতিজ্ঞ ভালো খেলে ক্লাবে ট্রফি এনে দেওয়ার জন্য। ব্লাড মাউথ কোচ কর্নেন্দু দেববর্মা স্পষ্টভাবেই বলেন, আমার হাতে দেওয়া দল যথেষ্ট ব্যালেন্সড। ছেলেরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে আমরা সাফল্য পাবই । তবে মাঝ মাঠ নিজেদের দখলে রাখতে হবে। তা মাথায় রেখেই ব্লাড মাউথ কোচ যাবতীয় ছক কষে নিয়েছেন। অপরদিকে টাউন কোচ সুজিত ঘোষ জ্যোনাল মার্কিং এর উপর নির্ভর করে প্রথম একাদশ সাজানোর পরিকল্পনা নিয়েছেন। তেমন আহামরি দল না হলেও টাউনের ফুটবলাররা যথেষ্ট লড়াকু। শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা রয়েছে দলীয় ফুটবলারদের মধ্যে। আর ওই জায়গাটাই কিছুটা চাপে থাকবে ব্লাড মাউথ ক্লাব। সুজিত ঘোষ বিশ্বাস করেন, ব্লাড মাউথ ক্লাবকেও তাঁর ছেলেরা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে আজ। লড়াই হবে জমজমাট।
Tripura Football: আজ শিল্ডের শেষ কোয়ার্টার ফাইনালে ব্লাড মাউথের সামনে টাউন
