টিএসএন ডেস্ক,১৫ জুলাই।।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ আজ। মুখোমুখি হবে নাইন বুলেটস ক্লাব এবং লাল বাহাদুর ব্যায়ামাগার। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘নীলজ্যোতি’ রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ ফেভারেট হিসেবেই মাঠে নামবে লাল হলুদ দল লালবাহাদুর ব্যায়ামাগার। প্রথম ম্যাচে দুরন্ত খেলে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করেছিলো লাল বাহাদুর। অপরদিকে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে নাইন বুলেটস ক্লাব। এক ঝাঁক জুনিয়র ফুটবলারদের নিয়ে এ বছর দল গড়েছে নাইন বুলেটস। নেশা মুক্তির পাশাপাশি যুব সমাজকে মাঠ মুখি করার লক্ষ্য নিয়েই এবছর দল গড়েছে নাইন বুলেটস। ওই ক্লাবের কর্মকর্তাদের লক্ষ্য ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেওয়া। দু দলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। লাল বাহাদুর কোচ সমরজিত দেববর্মা সেমিফাইনালে খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী। স্পষ্টভাবেই বলেন, জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। ফুটবলাররাও মুখিয়ে রয়েছে ভালো খেলে সেমিফাইনালের ছাড়পত্র অর্জন করে নিতে। আশা করি হতাশ করবেনা ছেলেরা। এবং দলকে শেষ চারে তুলে নেবেই। অপরদিকে নাইন বুলেটস কোচ রাজীব ঘোষ বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই। আমাদের লক্ষ্যই একটা ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই ছেলেরা মাঠে নামবে। সেমিফাইনালে খেলার সুযোগ তৈরি করার চেষ্টা ত্রুটি থাকবে না। ফুটবলপ্রেমীরাও আজ ভালো খেলা দেখা নিয়ে যথেষ্ট আশাবাদী।
Tripura Football: আজ রাখাল শিল্ডের প্রথম কোয়ার্টার ফাইনালে দুই শক্তিশালী দল লালবাহাদুর ও নাইন বুলেটসের মহারণ।
