রাখাল শিল্ড নকআউট ফুটবল
টিএসএন ডেস্ক,১১ জুলাই।।
উদ্বোধন আজ। উদ্বোধনী ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার খেলবে বীরেন্দ্র ক্লাবের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শীল্ড নক আউট ফুটবল আসরে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। উদ্বোধনী ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে বীরেন্দ্র ক্লাব এমনই আশা করছেন ফুটবলপ্রেমীরা। কারণ হিসেবে অনেকেই মনে করছেন স্থানীয় দ্বিতীয় ডিভিশন ফুটবলে ওই দলটি বেশ কয়েকটি ম্যাচ খেলার ফলে এখন অনেকটা সংঘবদ্ধ। ফুটবলারদের মধ্যে বোঝাপড়াও ভালো। এই একটা জায়গায় কিছুটা পিছিয়ে থাকবে লাল বাহাদুর ব্যায়ামাগার। তবে যথেষ্ট লড়াকু দল করার চেষ্টা করেছে এবছর লাল-হলুদ দল লালবাহাদুর। ফলে বিনা লড়াইয়ে ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ বনমালীপুরের ওই ক্লাবের ফুটবলাররা। কোচ সমরজিৎ দেববর্মা গোটা দলকে তাঁতিয়ে রাখার চেষ্টা করে চলছেন। এমনিতেই দলীয় ফুটবলাররা অনুশীলন ঠিকভাবে পাননি। ফলে বোঝাপড়ার অভাব কিছুটা দেখা দিতে পারে মনে করছেন ফুটবলপ্রেমীরা। এদিকে বীরেন্দ্র কোচ ইন্দ্রজিৎ সূত্রধর আজ জয় পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। বলেন, দ্বিতীয় ডিভিশনে খেলার সুবাদে দলীয় ফুটবলারা খেলার মধ্যেই রয়েছে। এটা আমাদের কাছে বাড়তি পাওনা। বিশ্বাস করি, ছেলেরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে আমরা জয় পাবোই। প্রতিপক্ষ দল স্থানীয় এবং ভিন রাজ্যের ফুটবলারদের নিয়ে যথেষ্ট শক্তিশালী। তাই আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে। লালবাহাদুরের কোচ চাইছেন, শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলা। যাতে শুরুতেই গোল পেয়ে যাওয়া যায়। ফলে লড়াই হবে জমজমাট এমনই আশা করছেন ফুটবলপ্রেমীরা।