Tripura Football: রাখাল শিল্ডের ইতিহাসে আজ নতুন যুগের সূচনা ।

IMG 20250710 WA0210

টিএসএন ডেস্ক,১১ জুলাই।।

রাজ্যের ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সুচনা হলো বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে  রাখাল শিল্ড এবং প্রথম ডিভিশনে অংশ নেওয়া ১০টি দলের কোচ, ম্যানেজার ও অধিনায়কদের নিয়ে মাঠে করানো হলো ফটোসেশন। উপস্থিত ছিলেন টি এফ এর অফিস বেয়ারার সহ আজীবন সদস্যরা। এর পূর্বে এই উদ্যোগ আর কখনোই হয়নি রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে। এককথায় ইতিহাস গড়লেন এই ফটোসেশন করে টি এফ এর বর্তমান কমিটি। পরে নকআউট কমিটির সচিব কৃষ্ণপদ সরকার বলেন, ত্রিপুরার ফুটব৭ল ইতিহাসে এমন ঘটনা প্রথম হলো। আমরা চাইছি এবারের আসর স্মরণীয় করে রাখতে। বিবিন্ন দলের কোচ, ম্যানেজারকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোন্ দল কোথায় বসবে। পাশাপাশি প্রতিটি ক্লাবের সভাপতি এবং সচিব-‌রা কোথায় বসবে তাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্লাবের কর্তাদের কাছে অনুরোধ করা হয় যাতে মাঠে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখে আসরকে সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *