টিএসএন ডেস্ক, ১১জুলাই।।
সাফল্যের সূচনা করতে চাইছে রাখাল শীল্ডের উদ্বোধনী ম্যাচ থেকেই। সুদূর কেরালা থেকে প্রথমবার ত্রিপুরায় আসা আনান্দো বোবানের হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। প্রত্যাশা প্রথমত মাঠে ভালো খেলা। ফুটবলপ্রেমী দর্শকদের দুর্দান্ত খেলা উপহার দেওয়া। মুখ্যত, টার্গেট রয়েছে রাখাল শীল্ডে চ্যাম্পিয়নের পর দলে আরও কয়েকজন ফুটবলারকে নিয়ে দলকে আরো সমৃদ্ধ করে প্রথম ডিভিশন লিগ ফুটবলে সাফল্য অর্জন। ঐতিহ্যবাহী লাল বাহাদুর ব্যয়ামাগার, একসময়ের এক মরশুমে একাধিক ট্রফি বিজয়ের গৌরব অর্জনকারী সুনাম আবারও অর্জন করতে চাইছে। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় লাল বাহাদুর ব্যয়ামাগারের সভাকক্ষে আয়োজিত জার্সি লঞ্চিং অনুষ্ঠানে ক্লাব সম্পাদক অমল দেববর্মা ঠিক এভাবেই এবারকার ফুটবল দল সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। একই সঙ্গে ধন্যবাদ জানান এবারকার ক্লাব দলকে সাফল্যের লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে এগিয়ে আসা একাধিক স্পন্সরর তথা প্রতিষ্ঠানের কর্ণধারদের। একই অনুষ্ঠানে এবারকার ক্লাব টিমের খেলোয়ারদের নামের তালিকাও ঘোষণা করা হয়। অধিনায়কের নাম ঘোষণার পর সতীর্থ খেলোয়াড়রা করতালিতে অভিনন্দন জানান। সংকেত দিয়েছে টিমের বন্ডিং এবং ব্যালান্সিংয়ের। দলের খেলোয়াররা হলেন আনান্দো বোবান (অধিনায়ক), আনসিল, ক্রিস্টিয়ান লাল থা যোয়ালা, কবীর লামা, আনমোল লামা, পেম্বা রাই, সেইটাম অঙ্গম সিং, মাইসনাম লাকি সিং, রিচার্ড ভ্যান লাল তোয়া মা, লাল রিণ লোয়া, ডিঙ্কু শর্মা, সুমন্ত দেববর্মা, জনসন দেববর্মা, জনি জমাতিয়া, সিনলাক জমাতিয়া, জগৎ হরি জমাতিয়া, মনি ত্রিপুরা। কোচ-সমরজিৎ দেববর্মা। সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি মন্ডলী এবং স্পন্সরর নারায়ণ সাহা, পার্থ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
Tripura Football: উদ্বোধনী ম্যাচ গতি ও স্কিলের মুন্সিয়ানা দেখাতে চাই লাল বাহাদুরের ফুটবলাররা।
