Tripura Cricket: রাজ্য ভিত্তিক সিনিয়র ক্রিকেটে শক্তিশালী সদরের সামনে বিশালগড়।

IMG 20250523 WA0000 3

টিএসএন ডেস্ক,৮ জুলাই।।
       রাজ্য সিনিয়র ক্রিকেটের মহারণ বুধবার খেতাবি দখলের লড়াইয়ে শক্তিশালী সদর মহকুমা মুখোমুখি হবে বিশালগড় মহকুমার বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। আসরের এখন পর্যন্ত অপরাজেয় নিরুপম সেনের সদর মহকুমা। অপরদিকে আসরের শুরুতেই উদয়পুর মহকুমার বিরুদ্ধে পরাজিত হয়েছিল বিশালগড় মহকুমা। পরের ম্যাচগুলো জয় পেয়ে ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করে নেয় বিশালগড়। ফাইনাল ম্যাচের আগে দু-‌দলের দুশ্চিন্তা বাড়িয়ে দিল মুষলধারে বৃষ্টি। মঙ্গলবার ভোর রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। যা প্রায় সারাদিন ধরেই চলে। ওই অবস্থায় আজ কতটুকু খেলা হবে তা নিয়ে রয়েছে সন্দেহ। তারপরও ২ শিবির রাজ্য সেরা হওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। দুরন্ত ফর্মে থাকা সদরের ক্রিকেটারদের বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন অমিত আলী-‌রা তা এখন দেখার। সেমিফাইনালে বিশালগড়ের অধিনায়ক বিক্রম কুমার দাস ব্যাটে বলে দাপট দেখিয়ে জয় এনে দিয়েছিলেন মহকুমাকে। তাই সদরকে সেরা হতে হলে দ্রুত ফেরাতে হবে বিক্রমকে। অপরদিকে সদরে চার ব্যাটসম্যান সেমিফাইনালে অর্ধশতরান করে নিজেদের মনোবল বাড়িয়ে নিয়েছিলেন। পাশাপাশি বল হাতে বিধ্বংসী ছিলেন ভিকি সাহা। বেশ কয়েক বছর ধরে রাজ্য ক্রিকেটে দাপট দেখানো উদয়পুর মহকুমার ক্রিকেটারদের কার্যত বোতল বন্দি করে ফেলেছিলেন একা ভিকি। তুলে নিয়েছিলেন বিপক্ষের ছয়টি উইকেট। ফলে ফাইনালে ২২ গজের লড়াই হবে জমজমাট এমনই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টির জন্য এদিন যদি খেলা না হয় তাহলে বৃহস্পতিবার রিজার্ভ ডে তে হবে ম্যাচটি। ‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *