Tripura Athletics:  উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হলো ৫৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।

IMG 20250708 WA0119

টিএসএন ডেস্ক, ৮ জুলাই।।
       দিনভর বৃষ্টিতে কিছুটা ছন্দপতন ঘটলেও ব্যাপক উৎসাহ উদ্দীপণের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বাধারঘাটস্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে দেবভক্তি জমাতিয়া মেমোরিয়াল সিন্থেটিক ট্র্যাকে তিন দিন ব্যাপী আয়োজিত ৫৪ তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার অন্তিম দিনে আজ, মঙ্গলবার বেশ ক-টি ইভেন্টের ফাইনাল ও চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ৫০০০ মিটার দৌড়ে পুলিশ বিভাগের বিশ্বজিৎ শুক্ল দাস, পশ্চিম ত্রিপুরার মোবারক হোসেন এবং খোয়াইয়ের বিজয় ওড়াঙ যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়ে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক পেয়েছে। মহিলাদের ৪০০ মিটার দৌড়ে পশ্চিম ত্রিপুরার অন্তরা ঘোষ, ঊনকোটির অনাদ্রিতা চৌধুরী ও অর্পিতা সরকার, ৮০ মিটার হার্ডলসে ত্রিপুরার স্পোর্টস স্কুলের নন্দনী ত্রিপুরা, সুস্মিতা দাস ও উত্তর ত্রিপুরার সুপর্ণা সাংমা, ১১০ মিটার হার্ডলসে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হরিমোহন ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরার দেবাশীষ সাহা, অর্জুন শর্মা, ১০০ মিটার হার্ডেল‌সে ত্রিপুরা স্কুলের স্মৃতি দাস,  পশ্চিম ত্রিপুরার রিয়া দেবনাথ, ৮০ মিটার হার্ডেলসে হারছে অর্ঘ্য জিৎ নাথ ধলাইয়ের সঞ্জীব দেবনাথ ২০০ মিটার দৌড়ে পশ্চিম ত্রিপুরার রাহুল সাহা রত্নদ্বীপ ভৌমিক সিপাহী জেলার শরীফ আহমেদ ২০০ লিটার মহিলা বিভাগে সিপাহী জেলার ফাতেমা বেগম পশ্চিম ত্রিপুরার দ্বীপ শিখা সূত্রধর ও পূরবী দাস ২০০ মিটার বালকদের বিভাগে পশ্চিম ত্রিপুরার শুভঙ্কর দাস, দীপ দাস, কোনাল মল্ল বালিকা বিভাগে পশ্চিম ত্রিপুরার অনিকেত শীল, কুশ কুমার দত্ত, ঊনকোটির গৌরব দেবনাথ ৩ হাজার মিটার দৌড়ে পশ্চিমর ত্রিপুরার লক্ষী রানী ত্রিপুরা ঊনকোটির নিসাম এলাকার দক্ষিণ ত্রিপুরার কাজলি সরকার যথাক্রমে স্বর্ণ-রূপ ও গুরুত্ব পদক্ষেপ। মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিযোগিতার হয় অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী,  বিশেষ অতিথি হিসেবে ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, সদস্যা মনিকা দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *