২০০৩ সালে ভারতের মেয়েরা এশিয়ান কাপের ফুটবল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এরপর দীর্ঘ বছরের অপেক্ষা ২০২২ সালে আয়োজক দেশ হিসেবে এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত। এবার ২০২৬ সালের জন্য অস্ট্রেলিয়া টিকিট নিশ্চিত করেছে ভারতের ব্লু টাইগ্রেসরা।
টিএসএন ডেস্ক, ৮ জুলাই।। থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে দেশের মেয়েরা। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনাল ম্যাচে ভারতের নীল বাঘিনীরা ২-১ গোলে পরাজিত করে শক্তিশালী থাইল্যান্ডকে। এই জয়ের ফলে ভারতের ব্লু টাইগ্রেসরা ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মহিলা ফুটবলের এশিয়ান কাপে খেলতে দেখা যাবে। মেয়েদের এই পারফরমেন্স ঢেকে দিয়েছে ছেলেদের ব্যর্থতাকে। ছেলেরা স্বপ্ন না দেখাতে পারলেও স্বপ্ন পূরণ করেছে দেশের নীল বাঘিনীরা। মেয়েদের এই অসাধারণ পারফরমেন্সে বেজায় খুশি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। পুরস্কার স্বরূপ ফেডারেশন ঘোষণা করেছে ৫০,০০০ মার্কিন ডলার।
ছেলেরা স্বপ্ন না দেখাতে পারলেও স্বপ্ন পূরণ করেছে দেশের নীল বাঘিনীরা।
মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারতের মেয়েরা।প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে পরাজিত করে ভারতের বাঘিনীরা।দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৪-০ গোলে ধরাশায়ী করে। এরপর ইরাককে পরাজিত করে ৫-০ গোলে। খেতাবি যুদ্ধে বধ করে থাইল্যান্ডকে।
এবার ২০২৬ সালের জন্য অস্ট্রেলিয়া টিকিট নিশ্চিত করেছে ভারতের ব্লু টাইগ্রেসরা।
প্রসঙ্গত ২০০৩ সালে ভারতের মেয়েরা এশিয়ান কাপের ফুটবল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এরপর দীর্ঘ বছরের অপেক্ষা ২০২২ সালে আয়োজক দেশ হিসেবে এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত। এবার ২০২৬ সালের জন্য অস্ট্রেলিয়া টিকিট নিশ্চিত করেছে ভারতের ব্লু টাইগ্রেসরা।