টিএসএন ডেস্ক, ৮ জুলাই।।
গোল পার্থক্যে দ্বিতীয় স্থান দখল করলো বীরেন্দ্র ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। আসরে ৮ ম্যাচ খেলে ৫ টি করে ম্যাচে জয়লাভ করে বীরেন্দ্র ক্লাব এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের পয়েন্ট ১৬। কিন্তু গোল পার্থক্যে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করে নেয় ময়দানের ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাব। আসরে বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা বিপক্ষের জাল নাড়িয়েছেন ১৮ বার। অপরদিকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা বিপক্ষের জাল নাড়িয়েছেন ১৩ বার। এখানেই এগিয়ে যায় ইন্দ্রজিৎ সূত্রধরের বীরেন্দ্র ক্লাব। প্রসঙ্গত: আসরে ৮ ম্যাচ খেলে ৭ টি ম্যাচে জয়লাভ করে ২২ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঐকতান যুব সংস্থা। এবং আগামী বছর প্রথম ডিভিশন ফুটবলে খেলার ছাড়পত্রও অর্জন করে নিয়েছে। এদিন ১ পয়েন্ট পাওযায় নবোদয় সঙ্ঘ ৮ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান দখল করে। এদিকে সোমবার আসরের শেষ ম্যাচে বীরেন্দ্র ক্লাব মুখোমুখি হয়েছিলো নবোদয় সঙ্ঘের। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। নিজের ঘর সামলে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে নবোদয়ের কোচ বাদল রিয়াং। তাতে সফলতাও পায়। ম্যাচের ৯০ মিনিট আটকে রাখে বীরেন্দ্র ক্লাবকে। শেষ পর্যন্ত গোল শূন্য শেষ হয় ম্যাচটি। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। ছিলেন রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা ।
Tripura Football: দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল সমাপ্ত চ্যাম্পিয়ন ঐকতান, রানার্স বীরেন্দ্র।
