টিএসএন ডেস্ক,৭ জুলাই
এ নিয়ে ১৩ তম বার। প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের দাবা প্রতিযোগিতায় শিরোপা দখল করলেন কিরীটী দত্ত। প্রেস ক্লাব স্পোর্টস ফেস্ট দাবা প্রতিযোগিতা রবিবার হয় আগরতলা প্রেস ক্লাবের মিলনায়তনে। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস সাব কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এবারকার স্পোর্টস ফেস্ট লুডো প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছিলো। স্পোর্টস ফেস্ট-এর অঙ্গ হিসেবে দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা পর্বে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি চিত্রা রায়, সম্পাদক রমাকান্ত দে, কমল চৌধুরী, কোষাধ্যক্ষ রঞ্জন রায় সহ অন্যান্য কর্মকর্তারা এবং স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন। মোট ৩ রাউন্ডের হয় আসর। তাতে সবকটি ম্যাচে জয়লাভ করে টানা ১৩ তম বার খেতাব জয় করেন মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত। ২ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছেন সুপ্রভাত দেবনাথ। এছাড়া ১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করেন কিংকর দে। আসর পরিচালনা করেন মিটন গোপ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত প্রবোধ রঞ্জন দত্ত-র স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।