Tripura News:  “মাদক নয়, সুস্থ জীবন বেছে নিন!” -সাইকেলে চেপে  রাজধানীতে ‘মাদক বিরোধী’ বার্তা ।

IMG 20250626 WA0234 scaled

টিএসএন ডেস্ক,২৬ জুন।।
       বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং আগরতলা সাইকোলোহোলিকস ফাউন্ডেশন একসঙ্গে মিলে আয়োজন করলো এক বিশেষ সচেতনতা সাইকেল র‍্যালি।এই র‍্যালি শুরু হয় হেরিটেজ পার্ক থেকে এবং আগরতলা শহরের নানা গুরুত্বপূর্ণ মোড় ঘুরে শহরবাসীর কাছে পৌঁছে দেয় একটা স্পষ্ট বার্তা —”মাদক নয়, সুস্থ জীবন বেছে নিন!” এই র‍্যালিতে অংশ নেন ৪০ থেকে ৪৫ জন সাইকেল আরোহী, যাঁদের মধ্যে ছিলেন স্কুল-কলেজের ছাত্রী, মহিলা, পুরুষ এবং তরুণ প্রজন্মের সাইক্লিং প্রেমীরা। সকলের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরবাসীকে জানান মাদকের ক্ষতিকর প্রভাব এবং সচেতনতার গুরুত্ব। র‍্যালিতে উপস্থিত ছিলেন গোপেশ দেবনাথ, বাইসাইকেল কর্মী ও বি ওয়া ই সি এস ফাউন্ডেশন-এর প্রতিনিধি। তিনি বলেন, “সাইকেল চালানো শুধু শরীরচর্চা নয়, এটা একটা বার্তা দেওয়ার মাধ্যম। আজ আমরা দেখিয়ে দিলাম, আমরা মাদকের বিরুদ্ধে, আর সুস্থ জীবনের পক্ষে। আগরতলার মানুষদের কাছে এই বার্তা পৌঁছনো খুব দরকার ছিল।”নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরাও এই দিনে উপস্থিত ছিলেন এবং শহরবাসীকে আহ্বান জানান মাদক থেকে দূরে থাকতে এবং আশেপাশের মানুষদের সতর্ক করতে।শহরের রাস্তায়, দোকানে, মোড়ে, অনেকেই দাঁড়িয়ে থেকে র‍্যালিকে উৎসাহ দেন, কেউ ছবি তোলেন, আবার কেউ কেউ র‍্যালির সঙ্গে সামান্য অংশগ্রহণও করেন।র‍্যালি শেষে, হেরিটেজ পার্কে সবাই মিলে মাদক বিরোধী শপথ নেন এবং ভবিষ্যতে এরকম সচেতনতা ছড়ানোর কাজ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।এই র‍্যালি প্রমাণ করল — সাইকেল শুধু গন্তব্যে পৌঁছানোর উপায় নয়, এটা সমাজ বদলেরও হাতিয়ার হতে পারে।  ‌‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *