টিএনএস ডেস্ক, ২৫ জুন।।
ছিটকে গেল সরোজ সংঘ। খেতাব জয়ের স্বপ্ন নিয়ে এবছর ভালো মানের ফুটবলারদের নিয়ে দল করেছিল রামঠাকুর সংঘের ওই ক্লাবটি। কিন্তু দলীয় ফুটবলাররা প্রত্যাশার ধারে কাছেও খেলতে পারছেন না। আসরে পাঁচ ম্যাচ খেলে ওই দলের সংগ্রহ মাত্র পাঁচ পয়েন্ট। হলে এবছর আর খেতাব জয়ের স্বপ্ন পূরণ হচ্ছে না। এদিন ত্রিপুরা স্কুলের বিরুদ্ধে পরাজিত হয়ে ওই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। অপরদিকে ৬ ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে কিছুটা লড়াই রয়েছে ত্রিপুরার স্পোর্টস স্কুল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত সোনার তরী দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-১ গোলে পরাজিত করে সরোজ সংঘকে। এক ঝাঁক তারকা ফুটবলার দলে থাকলেও মূলত স্পোর্টস স্কুলের ফুটবলারদের কাছেই হার মানতে হয়েছে রতন সাহার দলকে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলতে থাকেন আবু তাহেরের দল ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দক্ষতা এবং শক্তিতে স্পোর্টস স্কুলের ফুটবলারদের টেক্কা দিলেও গতিতে কার্যত হার মানতে হয়েছে সরোজ সংঘকে। ম্যাচ শুরুর 26 মিনিটের মাথায় বিলাস দেববর্মার গোলে এগিয়ে গিয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল। তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেননি স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ৩৬ মিনিটে বিশ্বজিৎ দেব সমতা ফেরান। গোল হজম করার ৪ মিনিট পর লিয়ান মুইয়া ডার্লিং আবার এগিয়ে দেন ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। দিতি আর্ধে দু’দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেললেও কোনও দলই বিপক্ষে জাল নাড়াতে পারেননি। রেফারি তাপস দেবনাথ লাল কার্ড দেখান ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ আবু তাহেরকে। এছাড়া হলুদ কার্ড দেখান বিজয়ী দলের বিলাস দেববর্মাকে।
Tripura Football: স্পোর্টস স্কুলের বিরুদ্ধে সরোজ সংঘের পরাজয়।
