টিএসএন ডেস্ক,১৯ জুন।।
পিছিয়ে গিয়েও দুরন্ত লড়াই শুভায়ন দাস এবং অবন্তিকা চক্রবর্তী-র। জাতীয় অনূর্ধ্ব -৯ দাবা প্রতিযোগিতায়। বৃহস্পতিবার আসরের সপ্তম এবং অষ্টম রাউন্ডের খেলা হয়। এদিন সকালে সপ্তম রাউন্ডের জয় পাওয়ার পর অষ্টম রাউন্ডে পয়েন্ট ভাগ করে রাজ্য সেরা দাবাড়ু শুভায়ন। দেবরাজ ভট্টাচার্য সকালে জয় পেলেও বিকেলে হেরে যায়। বালিকা বিভাগে অবন্তিকা চক্রবর্তী এ দিন সকলের জয় পাওয়ার পর বিকেলে পয়েন্ট ভাগ করে। রাজ্যের অপর দাবাড়ু তৃষিকা কামারাপু এদিন দুই রাউন্ডেই হেরে যায়। ৮ রাউন্ড শেষে শুভায়নের পয়েন্ট ৫, অবন্তিকার সাড়ে চার, দেবরাজ এবং তৃষিকার পয়েন্ট চার। শুক্রবার আসরের নবম এবং দশম রাউন্ডের খেলা হবে। এ খবর জানান ত্রিপুরা দলের ম্যানেজার সেন্টু রঞ্জন দাস।
Tripura Chess: অনূর্ধ্ব – ৯ দাবা: দুরন্ত লড়াই শুভায়ন, অবন্তিকা-র।
