টিএসএন ডেস্ক, ১৯ জুন ।।
অমীমাংসিত হওয়ার পথে ব্লাড মাউথ এবং সংহতি ক্লাবের ম্যাচ। বড় কোনও অঘটন না ঘটলে। দ্বিতীয় দিনের শেষে যে পরিস্থিতি তাতে যে দলই প্রথম ইনিংসে লিড নেবে সেই দলেরই দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে যাবে। এ জায়গায় কিছুটা হলো এগিয়ে সংহতি ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে পাঁচ রানে লিড নিয়েছে সংহতি ক্লাব। শুক্রবার আসরে শেষ দিনে সংহতি চাইবে সরাসরি জয়ের রাস্তা খুঁজতে। তবে কাজটা কঠিন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দ্বিতীয় দিনে ব্লাড মাউতের ইনিংস গুটিয়ে যায় ১৮১ রানে। দলের পক্ষে এদিন সৌরভ দাস ৮২ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ২৮, অমিত আলী ৭৪ বল খেলে তিনটি বাউন্ডারিও একটি ওভারবাউন্ডারির সাহায্যে ২৯ এবং সন্দীপ সরকার ৬৬ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। সংহতি ক্লাবের পক্ষে দুর্লব রায় ৩৫ রানে, চিরঞ্জিত পাল ৪৩ রানে তিনটি করে এবং অজয় সরকার ২১ রানের দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় সংহতি ইনিংস গুটিয়ে যায় ১৮৬ রানে। একসময় দল লিড নিতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। ওই অবস্থায় দুর্লব রায়ের দুরন্ত ব্যাটিং দলকে লিড এনে দেন। দলের পক্ষে দুর্লব ৭৩ বল খেলে একটি বাউন্ডারি সাতটি ওভার বাউন্ডারি সাহায্যে ৬৮, শ্রীদাম পাল ৬৩ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৪২, রানা দত্ত ৫৭ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৭, তন্ময় ঘোষ ২১ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অর্ক প্রভ সিনহা ১২ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৩ রান করেন। ব্লাড মাউথের পক্ষে অমিত আলী ২৬ রানে চারটি এবং অর্কজিৎ রায় ৫৬ রানে তিনটি উইকেট দখল করেন। প্রথম ইনিংসে পাঁচ রানে লিড নিল সংহতি ক্লাব। আজ শেষ দিনে দু দলই চাইবে সরাসরি জয়ের জন্য ঝাপাতে। এখন দেখার শেষ ফলাফল কি হয়।
Tripura Cricket: ব্লাড মাউথের বিরুদ্ধে লিড নিলো সংহতি।
