টিএসএন ডেস্ক,১৭ জুন।।
এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সরোজ সংঘের। শেষ পর্যন্ত নবোদয় সংঘের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো রতন সাহা-র সরোজ সংঘ। এ দিনের পয়েন্ট ভাগ চাপ বাড়ালো সরোজ সংঘের। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সরোজ সংঘ মূলত আটকে যায় নবোদয়ের গোলরক্ষক অনন্ত জমাতিয়ার চওড়া হাতের কাছে। এদিন ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা কিছুটা আক্রমাত্মক ফুটবল খেলতে শুরু করে। তবে বল দখলের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে ছিলেন সরোজ সংঘের ফুটবলাররা। বেশ কয়েকবার পজেটিভ আক্রমণ করলেও নবোদয়ের গোলরক্ষক অনন্ত জমাতিয়াকে বোকা বানাতে পারেননি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন দু- দলের ফুটবলাররা। ৫৬ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায় সরোজ সংঘ। গোলটি করেন সারা খাইবান। গোল হজম করতেই সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠেন বাদল রিয়াং এর ফুটবলাররা। শুরু হয় পাল্টা আক্রমণ। এতে জমে উঠে ম্যাচ। ৭৩ মিনিটে শান্তি সাধন জমাতিয়া দুরন্ত গোল করে সমতা ফেরান। ম্যাচের শেষ দিকে আক্রমণে আবার ঝড় তোলার চেষ্টা করেন সরোজ সংঘের ফুটবলাররা। নবোদয়ের গোলরক্ষককে আর বোকা বানাতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। রেফারি রক্তিম সাহা হলুদ কার্ড দেখান সরোজ সংঘের রাহুল কুমার রিয়াং কে। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের গোলরক্ষক অনন্ত জমাতিয়া।
Tripura Football: নবোদয় – সরোজ সংঘের ম্যাচ অমীমাংসিত। পয়েন্ট ভাগাভাগি।
