টিএসএন ডেস্ক, ১৬ জুন।।
ঘুরে দাঁড়ালো ত্রিপুরা স্পোর্টস স্কুল। পরাজিত করলো গেলোবারের রানার্স স্কাইলার্ক ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোমবার বিকেলে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-০ গোলে পরাজিত করে স্কাইলার্ক ক্লাবকে। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। শুরুর পাঁচ মিনিটে বিলাস দেববর্মার গোলে এগিয়ে যায় স্পোর্টস স্কুল। এরপর ম্যাচে ফেরার জন্য চন্দন সেনের ছেলেরা পাল্টা আক্রমণ ছুড়ে দিলেও প্রথমার্ধে বিপক্ষে জাল নাড়াতে ব্যর্থ হয়। মূলত আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায়। দ্বিতীয়ার্ধে দু দলই আক্রমণের গতি বাড়ায়। আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচও জমে উঠে। কিন্তু কোনও দলই বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। ম্যাচ তখন শেষের পথে। আচমকা কাউন্টার অ্যাটাকে গিয়ে ব্যবধান বাড়ায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। গোলটি করেন বিমল রিয়াং। গোল হজম করার পর আর ম্যাচে করার সুযোগ পায়নি স্কাইলার্ক ক্লাব। রেফারি আদিত্য দেববর্মা হলুদ কার্ড দেখান বিজয়ী দলের জনি জমাতিয়া, বিজীত দলের সারা চরকি, মালসোয়াম লুঙ্গা এবং আলেক্স ডার্লংকে।
Tripura Football: স্পোর্টস স্কুলের কাছে স্কাইলার্কের পরাজয় ।
