টিএসএন ডেস্ক,১৬ জুন।।
ঘুরে দাঁড়ালো বীরেন্দ্র ক্লাব। পরাজিত করলো লড়াকু ত্রিপুরা পুলিশকে। রাজ্য ফুটবল সংস্থায় আয়োজিত সোনারতরী দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বীরেন্দ্র ক্লাব ৪-৩ গোলে পরাজিত করে পুলিশ দলকে। এদিন পরাজিত হয়ে ত্রিপুরা পুলিশ দল অনেকটাই পিছিয়ে পড়লো। শুরুতে পিছিয়ে পড়লেও একসময় ৩-১ গোলে এগিয়ে ছিল পুলিশ দল। তারপরও শেষ রক্ষা হলো না। মূলত বীরেন্দ্র ক্লাবের ফুটবলারদের হার-না-মানা মানসিকতাই জয় এনে দিলো দলকে। এদিন খেলা শুরুতেই বিপুল জমাতিয়ার গোলে এগিয়ে গিয়েছিল বীরেন্দ্র ক্লাব। ম্যাচের বয়স তখন ছিল আট মিনিট। এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়াই করতে থাকেন পুলিশের ফুটবলাররা। তাতেই আসলো সাফল্য। ২৬ মিনিটে জুয়েল দেববর্মা সমতা ফেরান। গোল পেতে দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি আরও বাড়ান ত্রিপুরা পুলিশ দলের ফুটবলাররা। ৩৮ মিনিটে আমনলং সেইটাম সিং এগিয়ে দেন পুলিশকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাজীব সাধন জমাতিয়ার গোলে ব্যবধান আরও বাড়ায় পুলিশ। ৫৭ মিনিটে বিপুল জমাতিয়া নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান। ৭০ মিনিটে কেলভিন ডার্লং সমতা ফেরান। ম্যাচের ইনজুরি টাইমে কেলভিন ডার্লং নিজের দ্বিতীয় গোল করে বীরেন্দ্র ক্লাবকে জয় এনে দেন। ম্যাচটি পরিচালনা করেন রেফারি রক্তিম সাহা।
Tripura Football: পুলিশকে হারিয়ে জয়ে ফিরলো বীরেন্দ্র।
