Tripura Cricket: স্কুল ক্রিকেটের ফাইনালে হেনরি ডিরোজিও একাডেমি।

IMG 20250614 174047

টিএসএন ডেস্ক,১৪ জুন।।
         এ নিয়ে দ্বিতীয়বার। ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো হেনরি ডিরোজিও একাডেমী। সদর আন্ত:‌স্কুল ক্রিকেটে। ২০১৯ সালে শেষবার ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করেছিলো। ওই বছর খেতাব নির্ণায়ক ম্যাচে পরাজিত হয়েছিল কেন্দ্রীয় বিদ্যালয়ের কাছে। গেলো বছর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। এবছর আসরে শুরু থেকেই দাপটে সঙ্গে খেলে আসছিল ওই স্কুলের ক্রিকেটাররা। শুক্রবার আসরের প্রথম সেমিফাইনালে এস টি পলস স্কুলকে ৩৩ রানে পরাজিত করে দ্বিতীয়বার ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করে। এদিন স্কুলকে জয় এনে দিতে মুখ্য ভূমিকা নেয় শাহীন জামান চৌধুরী এবং সৌম্রাংশু পাল। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এস টি পলস স্কুলের সোমরাজ দের দুরন্ত ব্যাটিং এবং স্বর্নাভ সাহার বিধ্বংসী বোলিং বিফলে গেলো। এদিন সকালে টসে জয়লাভ করে ব্যাট করতে নেমে হেনরি ডিরোজিও একাডেমি ১৩০ রান করে। দলের পক্ষে ওপেনার সৌম্রাংশু পাল ৩২ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ৩৪, রাজদীপ দেবনাথ ২৩ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, গৌরব দেবনাথ ১৯ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৫, শাহিন জামান চৌধুরী ১১ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১১ এবং রুদ্র দাস ১৪ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। এসটি পল স্কুলের পক্ষে স্বর্নাভ সাহা ১৫ রানে পাঁচটি এবং গুলসন রিয়াং ২২ রানে তিনটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে হেনরি ডিরোজিও একাডেমির বোলারদের সাঁড়াশি আক্রমণে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় এস টি  পলস স্কুল। দলের পক্ষে একা লড়াই করে দলনায়ক সোমরাজ দে। ৩৯ বল খেলে তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি সাহায্যে ৪৫ রানে অপরাজিত থেকে যায় সোমরাজ। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। হেনরি ডিরোজিও একাডেমির পক্ষে শাহীন জামান চৌধুরী ছয় রানের চারটি, সৌম্রাংশু পাল ১৪ রানে এবং রাজদীপ দেবনাথ ১৭ রানের দুটি উইকেট দখল করে।‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *