টিএসএন ডেস্ক,১২ জুন।।
দুটি সেমিফাইনাল ম্যাচ শুক্রবার এম বি বি স্টেডিয়ামে সকাল সাড়ে আটটায় প্রথম সেমিফাইনালে এস টি পলস স্কুল খেলবে হেনরি ডিরোজিও একাডেমির বিরুদ্ধে এবং দুপুর একটায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল খেলবে হোলিক্রস স্কুলের বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত: স্কুল ক্রিকেটে। সেমিফাইনালে যাওয়ার লড়াই এস টি পলস স্কুল হারিয়েছিল বড়দোয়ালি স্কুলকে, শ্রীকৃষ্ণ মিশন স্কুল হারিয়েছিল বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনকে, হেনরি ডিরোজিও একাডেমি হারিয়েছিল গেলোবারের চ্যাম্পিয়ন প্রগতি বিদ্যাভবনকে এবং হোলিক্রশ স্কুল হারিয়েছিল নিউ হিন্দি স্কুলকে। ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করতে ৪ দলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবে এই মাঠে নামবে শ্রীকৃষ্ণ মিশন স্কুল এবং হেনরি ডিরোজি একাডেমি। এমনই মনে করছেন ক্রিকেট প্রিমিরা।
Tripura Cricket: কাল স্কুল ক্রিকেটের জমজমাট সেমিফাইনাল।
