
Tripura Sports: পূর্বোত্তর পেনচাক সিলাট চ্যাম্পিয়নশিপে রাজ্যের বড় সাফল্য। দখলে ১৪টি পদক।
টিএসএন ডেস্ক, ১৯ জুলাই।।।। পূর্বোত্তর পেনচাক সিলাট চ্যাম্পিয়নশিপে দুরন্ত সাফল্য পেলো ত্রিপুরা। আসরে পনেরো সদস্যের ত্রিপুরা দল অংশ নিয়েছিল। এরমধ্যে পদক পেলো ১৪ টি। নাগাল্যান্ডের ডিমাপুরে দুদিন ব্যাপী আসর শুরু হয়েছিল ১৬ জুলাই। তাতে ত্রিপুরার খেলোয়াররা সাতটি রৌপ্য এবং সাতটি ব্রোঞ্জ পদক জয় করে। রাজ্যের হয়ে রৌপ্য পদক জয় করেছে তনুশ্রী ঘোষ, অস্মিতা দে,…